পর্ব ৯এর শেষ কটি কথা খুব আলগুছে কাল রাতে লেখা দীর্ঘ চিঠিটা ব্যাগের পকেটে গুঁজে দিল মৃন্ময়ী....
সে রাত্রে ব্যগের পকেটে গুঁজা মৃন্ময়ির চিঠিখানি পাঠ শেষে নভো ঘরের বাতি নিবিয়ে বিছানায় শয়ন করে বর্ষানিশীথের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত হতে বিজন বিনিদ্র শয্যায় মৃন্ময়ীর কথাই ভাবতেছিল । মৃন্মমীর টানা টানা দুটি কালো চক্ষুতে না ছিল লজ্জা, না ছিল ভয়, তবে ছিল হাবভাবলীলার কিছু লেশ। পুরাতন কিছু কথাও ভাবছিল । মনে পড়ছিল একই ক্লাশের নবাগত ছাত্র হিসাবে তার আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা সে বেহুদাই করেনি।
নভো নিজেকে কেবলই এই বলে পীড়া দিতে লাগল যে, এতদিনকার সেই ভাবনার ভুলটা কি উপায়ে সংশোধন করে নেয়া যায় । মৃন্ময়ী ছলাকলার আভাসে ঈঙ্গিতে যে কথা বলতে চেয়েছিল এতদিন ধরে, তা কেন তাকে বুঝতে হল তার পত্রটি পড়ে ।
পরদিন রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল নির্ঝরিণীর দিকে অবনত হয়ে কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তার নির্ঝর জলরাশি দেখতে থাকে, নভো তেমনি করে পরের দিন ক্যাম্পাসে যথাস্থানে গিয়ে ফাগুন ঝড়া আগুনের দিনে গভীর গম্ভীর নেত্রে মৃন্ময়ীর অধোবোদনকৃত মুখের উপর তড়িত্তরল দুটি চক্ষুর দিকে চেয়ে দেখল এবং অপলোকভাবে চোখে চোখ রেখে অসম্পন্ন চিন্তা ছেড়ে দিয়ে যথা কর্তব্যটি ভেবে নিল ।
নভোর চোখে চোখ পড়া মাত্রই নৃত্যময়ী প্রকৃতির নূপুরনিক্কণের ন্যায় চঞ্চল মৃন্ময়ীর হাস্যধ্বনিটি সমস্ত আকাশ ব্যাপিয়া চিন্তামুক্ত নভোর মনে বাজতে লাগল । নভো দেখতে পেল একটি গম্ভীর স্নিগ্ধ বিশাল রমণীপ্রকৃতি মৃন্ময়ীর সমস্ত শরীরে ও সমস্ত অন্তরে রেখায় রেখায় ভরে উঠছিল ।
সেইতো লাইনে এলি তবে এত দেরী করলে কেন, একথা ভেবে প্রথম আষাঢ়ের শ্যামসজল নবমেঘের মতো মৃন্ময়ীর হৃদয়ে একটি অপূর্ণ বিস্তীর্ণ অভিমানের সঞ্চারও হল। সেই অভিমান তার চোখের ছায়াময় সুদীর্ঘ পল্লবের উপর আর-একটি গভীরতর ছায়া প্রক্ষেপন করল।
নভো মনে-মনে বলতে লাগল, আমি আমাকে বুঝতে পারি নাই বলে তুমি আমাকে আরো আগেই বুঝালে না কেন।
এখন এর পরিনতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কে বলবে ।
ছবি সুত্র : কৃতজ্ঞতার সহিত গুগল ইমেজ
পুর্বেরপর্বের লিংক
নভোনীল পর্ব -১ ব্লগার রিম সাবরিনা জাহান সরকার Click This Link
নভোনীল পর্ব-২ পদ্ম পুকুর Click This Link
নভোনীল পর্ব-৩ ব্লগার মেঘশুভ্রনীল Click This Link
নভোনীল পর্ব -৪ ব্লগার খায়রুল আহসান Click This Link
নভোনীল পর্ব-৫ ব্লগার আখেনাটেন Click This Link
নভোনীল পর্ব-৬ ব্লগার পুলকঢালী Click This Link
নভোনীল পর্ব – ৭ ব্লগার নিযাজ সুমন Click This Link
নভোনীল পর্ব- ৮ ব্লগার কবিতা পড়ার প্রহর Click This Link
নভোনীল পর্ব-৯ ব্লগার মনিরা সুলতানা Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২০ রাত ২:৩০