
©কাজী ফাতেমা ছবি
=ভাঁট ফুলের মিহি ঘ্রাণে মন হারায়=
অযত্নে গড়ে উঠা প্রেমও ছুঁয়ে দেখতে পারো
যেমন মাটির বক্ষ ফুঁড়ে অযত্নে অবহেলায় ভাঁট ফুল ডানা মেলে
কী মিহি ঘ্রাণ নাক টানলেই অনুভব করা যায়,
ভালোবাসার চারা কখনো অযত্নেই বড় হয়
অস্ফুট থেকে যায় ভালোবাসি শব্দ।
মাটিতেই চোখ রেখে হাঁটো
চোখ ঘুরাও প্রকৃতির বুকে, কী মুগ্ধতায় ঘেরা এই পৃথিবী,
আমার প্রেমী নাই বা হলে, প্রকৃতি প্রেমী হও,
তোমার পেরেশানি মুছে যাবে, স্বপ্নগুলো হবে ভাঁটফুল মিহি ঘ্রাণ।
শুভ্র ফুলের বুকে যেমন গোধূলী রঙ মাখা,
আমার প্রেমও তেমন শুদ্ধ, আর বুকের মধ্যিখানে রক্তিম স্বপ্ন,
তুমি কি গোধূলী ভালোবাসা অথবা বিকেলের রক্ত মেঘ,
তবে অনুভূতিতে জাগাতে পারতে ভালোবাসার অনুভব।
সবুজে চোখ রেখে দৃষ্টির বল নিতে পারো বাড়িয়ে,
গাঁয়ের মেঠোপথ জুড়ে ফুটে আছে ভাঁটফুল
হাত ধরে হাঁটতে পারো, নিতে পারো সুখ ঘ্রাণ নাক টেনে,
এবেলা হাওয়ায় উড়ে চিকন ঘ্রাণ আর নৈঃশব্দে বাজে
ভালোবাসার সুর,
কান পাতলেই তুমি সে সুর নিতে পারো চিনে।
এসো মনের জমিতে ভাঁটফুল চারা করি রোপন,
অযত্নেই বড় হোক, যখন ব্যস্ততা আমাদের ছেড়ে পালাবে
ঠিক তখনই সাদা লাল পাপড়ির ডানা মেলে উড়বে ভাঁটফুল,
ভাঁটফুলের পাপড়িতে লিখে রাখবো ভালোবাসি শব্দ,
সে শব্দু লুফে নিয়ো ধুলায় গড়ানোর আগেই
রেখো বুক পকেটে তুলে।
বুক পকেটে যে ভালোবাসি রেখেছিলে, অবসরে খুলে নিয়ো হাতের তালুয়
অনুভব করো ভালোবাসার ঘ্রাণ, অথবা প্রেমের টান,
মনে যদি মুগ্ধতা না থাকে তবে দুনিয়ার সব সৌন্দর্য পানসে,ফিকে বর্ণ
মনে রঙ আনো এবার, ভালোবাসো ভাঁটফুল, ভালোবাসো প্রকৃতি।
০৩/১১/২০২১
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



