somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ ডে-২০১৯: রিমাইন্ডার

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগ ডে উপলক্ষে আমার মতো অনেকের মনেই আনন্দ বিরাজ করছে। সবাই প্রস্তুতি নিচ্ছেন দিনটিকে সুন্দর ভাবে উপভোগ করতে। সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে আমাদের ধারনা থেকেও সুন্দর হোক দিনটি, এমনটাই প্রত্যাশা করি। ইতোমধ্যেই অনেকেই রেজিস্ট্রেশন করেছেন। আমরা পোস্ট আকারে গল্পের জাদুকর নীল আকাশ এবং ব্লগপরি শায়মার কাছ থেকে জানতে পেরেছি। উৎসাহ দিয়ে ব্লগ ডে উপলক্ষে দারুণ কবিতা উপহার দিয়েছেন অন্যতম পরিচিত মুখ ছবি আপু এবং পদাতিক চৌধুরী

১) ব্লগ ডে একনজরে:

ক) ম্যাগাজিনে লেখা পাঠানোর শেষ সময়= ০৬ ডিসেম্বর ২০১৯।
খ) রেজিস্ট্রেশনের শেষ সময়= ১৪ ডিসেম্বর ২০১৯।

-- আসুন, শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত রেজিস্ট্রেশন ও লেখা পাঠানোর মাধ্যমে আয়োজনের কাজকে তরান্বিত করি। মনে রাখবেন, এটা আমাদের সবার অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহন আমাদের অধিকার। অনুষ্ঠানটিকে সফল করা আমাদের দায়িত্ব।

২) ম্যাগাজিনে লেখা পাঠানো নিয়ে মনে যত প্রশ্ন:

প্রশ্ন: ব্লগে প্রকাশিত লেখা কি গ্রহনযোগ্য হবে:
উত্তর: না, পূর্বে ব্লগে বা কোথাও প্রকাশিত লেখা গ্রহনযোগ্য হবে না। যে লেখা একবার পড়া হয়েছে তার প্রতি আকর্ষন কমে যায়।

প্রশ্ন: একাধিক লেখা দেয়া যাবে?
উত্তর: একাধিক লেখা না দেয়ায় উত্তম। আপনি যে বিষয়ে ভাল লিখেন সে বিষয়েই লেখা পাঠান।

প্রশ্ন: চট্টগ্রামে বা সিলেটে কি এইবার আয়োজন হবে?
উত্তর: আমার মনে হয় আলাদা করে আয়োজন করলে আনন্দটা তেমন পাওয়া যাবে না। ব্লগ ডে ১৯ ডিসেম্বর হওয়ার পরও সবার কথা বিবেচনা করে ছুটির দিন দেয়া হয়েছে। যাদের শিফটিং ডিউটি তারাও আসতে পারেন একদিন অফ ডে চেঞ্জ করে। যেমন আমি আসবো ইনশাআল্লাহ। যারা দূর থেকে আসবেন তাদের থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু পূর্বেই কনফার্ম করতে হবে। "সম্মানিত চট্টলাবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি" এই পোস্ট থেকে বিস্তারিত জানতে পারবেন।

প্রশ্ন: ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন নিলে হয় না?
উত্তর: কাভা ভাই বলেছেন: আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কয়েকটি জায়গায় গেলাম, তাঁরা জানাবে নাকি ডিসেম্বরের প্রথম সাপ্তাহে। আমরা তো আসলে এত দিন অনিশ্চয়তায় থাকতে পারি না। তাই নিজেদের সামর্থ্যের উপরই বেশি ভরসা করছি। এছাড়া যদি কেউ স্পন্সরের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। দ্রষ্টব্য: আমিও কয়েক জায়গায় খোঁজ নিয়েছি। তারাও পরে জানাবে বলেছে।

প্রশ্ন: ম্যাগাজিন কি প্রিন্ট কপি হবে নাকি অনলাইন কপি হবে? নাকি উভয় প্রকার হবে? প্রিন্ট কপি হলে তা কি নিবন্ধনকৃত সবাইকে সরবরাহ করা হবে?
উত্তর: ম্যাগাজিনটি শুধু প্রিন্ট কপি হবে। যারা নিবন্ধন করবেন তাদের সবাইকে বিনামূল্যে সরবরাহ করা হবে।

আরো বিস্তারিত জানার জন্য: ব্লগ ডে উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে লেখা জমা দেয়ার আহবান এবং ব্লগ ডে অনুষ্ঠানের খসড়া পরিকল্পনা।

৩) অনুষ্ঠানস্থলে যাবেন কিভাবে?



স্মার্ট ফোনের এই যুগে কাউকে হাতে ধরে জায়গা চিনানোর প্রয়োজন হয় না। শুধু ঠিকানা বললেই গুগল ম্যাপের সাহায্যে পৌঁছে যাবে। তার পরও একটু মাতাব্বরি করলাম।

স্থান: সংস্কৃতি বিকাশ কেন্দ্র।
ঠিকানা: ১, ই/১ পরিবাগ, রোড নম্বর-০২, ঢাকা-১০০০।

পথনির্দেশনা:

ঢাকার যে কোন জায়গা থেকে প্রথমে আসবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে। ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে সাকুরা বার এন্ড রেস্টুরেন্ট দেখতে পাবেন। দূর থেকে আসলে এখানে দুপুর বেলার পেটপূজো সেরে নিতে পারেন। আমার মতো পয়সা কম থাকলে শাহবাগ কিনবা ফার্মগেট থেকে অল্প পয়সায় গরীবের পাঁচ তারকা মানের অনেক হোটেল পাবেন রাস্তার কাছে, সেখানে খেয়ে আসবেন। চিন্তা কি, বিকালে তো হালকা নাস্তা পাবেনই। যে কথায় ছিলাম, সাকুরা বার এন্ড রেস্টুরেন্ট থেকে ৫০ মিটার (ফার্মগেটের দিকে) সামনে এগিয়ে গেলে একটা সিএনজি স্টেশন পাবেন। তারথেকে আরো ১০ মিটার এগিয়ে পাবেন ব্যাংক এশিয়া এবং নার্সিং স্টুডেন্ট হোস্টেল। ব্যাংক এশিয়া এবং নার্সিং স্টুডেন্ট হোস্টেলের পাশ দিয়ে যে চকচকে পিচঢালা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে এগুতে থাকবেন। বেশি নয় মাত্র ৮০ মিটার সামনে এগুবেন। বেশি বিরক্ত লাগলে গান ধরতে পারেন “পিচঢালা এই পথটারে যতই দেখেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি”। গানের দুই লাইন শেষ করার আগেই চোখে পড়বে জিএসপি ফাইন্যান্স এবং একটা মসজিদ। জিএসপি ফাইন্যান্স এবং মসজিদের মাঝখান দিয়ে যে সরু রাস্তা নদীর মতো প্রবাহিত হয়েছে তার শেষ হয়েছে ”সংস্কৃতি বিকাশ কেন্দ্র” নামক সমুদ্রে গিয়ে। আর এই রাস্তাটা দিগন্ত টাওয়ারের বিপরীতে।

বাস নির্দেশনা:

ক) মতিঝিল থেকে আসতে: নিউভিশন, ৪ নং এলাইক ট্রান্সপোর্ট ও বি আর টি সি আরটিকুলাটেড (Wi-Fi বাস) এবং ৮ নম্বর বাস
খ) কমলাপুর থেকে আসতে: সংকল্প,
গ) গুলিস্তান থেকে আসতে: বিআরটিসি আরিচা-পাটুরিয়াগামী বাস। অথবা, শুভযাত্রা করে আসতে পারেন। শুভযাত্রা বাসে আসলে নামতে হবে, শাহবাগ।
ঘ) মিরপুর থেকে আসতে: মিরপুর-ইউনাইটেড সার্ভিস লিঃ ও বিহঙ্গ পরিবহন লিঃ।
ঙ) গাবতলী থেকে আসতে: ৮ নম্বর বাস।

এছাড়া বিস্তারিত বাস নির্দেশনার জন্য এই লিংকে ঢুঁ মারতে পারেন: ঢাকার সিটি বাস সার্ভিস রুটগুলো

ভুল কিছু বলে থাকলে শোধরে দেয়ার অনুরোধ রইলো।

ছবি কৃতজ্ঞতা: কাজী ফাতেমা ছবি।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৮
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। রেজওয়ানা চৌধুরী বন্যা ও পদ্মশ্রী পুরস্কার

লিখেছেন শাহ আজিজ, ২৩ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৬



এ বছরের পদ্মশ্রী (ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা) পদকে ভূষিত করা হয়েছে, বাংলাদেশের রবীন্দ্র সংগীত এর কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে।

আমরা গর্বিত বন্যাকে নিয়ে । ...বাকিটুকু পড়ুন

কষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৯



দেহটা মনের সাথে দৌড়ে পারে না
মন উড়ে চলে যায় বহু দূর স্থানে
ক্লান্ত দেহ পড়ে থাকে বিশ্রামে
একরাশ হতাশায় মন দেহে ফিরে।

সময়ের চাকা ঘুরতে থাকে অবিরত
কি অর্জন হলো হিসাব... ...বাকিটুকু পড়ুন

রম্য : মদ্যপান !

লিখেছেন গেছো দাদা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৩

প্রখ্যাত শায়র মীর্জা গালিব একদিন তাঁর বোতল নিয়ে মসজিদে বসে মদ্যপান করছিলেন। বেশ মৌতাতে রয়েছেন তিনি। এদিকে মুসল্লিদের নজরে পড়েছে এই ঘটনা। তখন মুসল্লীরা রে রে করে এসে তাকে... ...বাকিটুকু পড়ুন

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১



এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

Instrumentation & Control (INC) সাবজেক্ট বাংলাদেশে নেই

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৫




শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে... ...বাকিটুকু পড়ুন

×