
সেদিন তোমার কাছে প্রতিশ্রুতি চেয়েছিলাম,
ভয়ে বিবর্ণতা জাপটে ধরেছিল তোমায়।
সেদিন তোমার ভীতসন্ত্রস্ত মন,
আমাদের মাঝে নিয়ে এলো
পাহাড়সম দূরত্ব।
বিচ্ছিন্ন দুই প্রান্তরে হারিয়ে গেলাম
তুমি আর আমি।
অদেখা - অস্পর্শে
বয়ে গেল বহুদিন...
আজ আর কোনো প্রতিশ্রুতির বায়না নেই,
নেই কোনো স্বপ্নের বুনন।
শুধু সমান্তরাল পথের দু'ধারে
পাশাপাশি হেঁটে চলেছি আমরা দুজন।
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



