আসুন দেখে নেই আওয়ামিলীগ, বিএনপি কে কত দিন হরতাল দিয়েছেঃ
১৯৯১-১৯৯৬ বিরোধী দল আওয়ামীলীগঃ ১৭৩দিন
১৯৯৬-২০০১ বিরোধী দল বিএনপিঃ ৫৩দিন
২০০১-২০০৭ বিরোধী দল আওয়ামীলীগঃ১৩০দিন
২০০৯-২০১৩ বিরোধী দল বিএনপিঃ৯০ দিন
[সুত্রঃ প্রথম আলো]
আ.লীগ মোট ৩০৩
বি.এন.পি ১৪৩
দেখা যাচ্ছে আ.লীগ হরতাল দিয়েছে বি.এন.পি-র দ্বিগুনেরও বেশী । তার মানে এই না আমি বি.এন.পি-র হরতাল কে সমর্থন করছি বরং বি.এন.পি যদি একদিনও হরতাল দিত, এবং ঐ দিন যদি আমার কোন কাজ বাধাগ্রস্ত হতো তবে অবশ্যই আমি বি.এন.পির উপর ক্ষিপ্ত হতাম। এখনো হই ।
এত কিছু লিখলাম শেখ হাসিনার একটি উক্তি মনে পরে যাওয়ায়। যেটা আমরা সবাই হাজার বার দেখেছি এবং শুনেছি.......................
"বাংলাদেশ আওয়ামীলীগ বিরোধীদলে গেলেও কখনো হরতাল দিবেনা"
জনসম্মুখে এমন জ্বালাময়ী বক্তিতা দেয়ার পরও ২০০১-২০০৭ সাল পর্যন্ত ১৩০দিন হরতালের ডাক দেয়।
এরশাদ বলেছিলেন, আমি দালাল হয়ে মরতে চাই না, একদলীয় নির্বাচনে গেলে জনগণ আমাকের থুতু দিবে, এই সরকারের অধীনে নির্বাচনে গিয়ে বেহেস্তেও যেতে চাই না, কারাগারের অন্ধ প্রকোষ্ঠে যাবো কিন্তু একদলীয় নির্বাচনে যাবো না।
এরশাদ তার কথা রাখেননি।
এখন প্রশ্ন হচ্ছে ...................এই দুইজনের মাঝে কে বড় বেইমান ? পল্টিবাজীতে কে সেরা ? কার কথা না রাখায় জাতী বেশী ক্ষতিগ্রস্ত ?
প্রসঙ্গিক মন্তব্য অথবা গঠনমূলক সমালোচনা আশা করছি। উল্টা পাল্টা মন্তব্য করলে ...........বিপ.......বিপ,,,,,,,,,,,,,,,,,।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



