
সময়ের বিবর্তনে, জীবনের প্রয়োজনে মানুষ কাছে অাসে এবং চলেও যায়!
রেখে যায় কিছু স্মৃতি-দাগ- চিহ্ন! যা কখনো ভূলা যায় না,মুছে যায় না!
অামার জীবনেও অনেক মানুষের অাগমন ঘটে ছিল! কেউ ছিল সাধারণ অাবার কেউ ছিল প্রিয়তায় অসাধারণ!
অামার ব্যর্থতায়ই হোক কিংবা ধরে রাখার অক্ষমতায়ই হোক অনেকেই চলে গেছে বা হারিয়ে গেছে দূরে,অনেক দূরে!
হারিয়ে যাওয়া সেই সব প্রিয়জনদের খুঁজে ফিরি সদা! কতক কে পাই হয়তো, অাবার কতকের সন্ধান কখনই পাই না!
অনেক দিন পরে 'ভূল বুঝে দূরে সরে যাওয়া' একজনের অবস্হান জানলাম কিছুটা! কিশোরগন্জের গুরু দয়াল বিশ্ববিদ্যালয় কলেজ-এ কোন এক সাবজেক্টে অধ্যয়ণরত! এতটুকুই জানতে পারলাম!
তার সাথে যোগাযোগের অার কোন সুত্রই জানা নেই অামার!
তাকে স্যরি বলার জন্যে হলেও তার পর্যন্ত পৌছা দরকার!
ব্লগ-ফেইসবুক তথা ভার্চ্যুয়াল জগতের বিস্তৃতি বিশ্বময়!
নানা দেশের-নানান জায়গার উপস্হিতি এখানে! প্রবাস থেকে অামিও মাঝে-মাঝে জানান দেই স্বীয় উপস্হিতি!
কেউ কি একটু সহযোগিতা করবেন অামায়? 'হারিয়ে যাওয়া প্রিয় বন্ধুর সন্ধান জানাতে এগিয়ে অাসবেন কি কেউ? বিশেষ করে কিশোরগন্জ জেলার বা ঐ কলেজে অাছেন এমন কেউ থাকলে অাওয়াজ দিন প্লিজ!
কোন উপায় না পেয়েই অাপনাদের দ্বারস্থ হলাম প্রিয় বন্ধুরা!
একজন হতভাগা মানুষের সাহায্য এগিয়ে অাসুন প্লিজ-প্লিজ-প্লিজ!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




