
"সময় ও আবস্হান বিবেচনায় বস্তুর মূল্যমান ও প্রয়িজনীয়তা অনুভূত হয়!
একটু গভীরে ভাবলেই তা ধরা পড়ে দৃষ্টিতে!
একজনের কাছে একেবারেই মূল্যহীন বস্তুও অন্য জনের কাছে কতই না মূল্যবান!
সম্পর্কের ক্ষেত্রেও এই সরল সমীকরণ প্রযোজ্য সমান তালে!
এক সময়ের পরম প্রিয় জনও সময়ের বিবর্তনে চরম শত্রু হিসেবে গণ্য হয়!
তাহলে কী আমরা সময় ও অবস্হার হাতে এ ভাবেই বন্দী???" -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




