♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
অনেকেই যেভাবে উপস্থাপন করছেন তাতে বুঝা যাচ্ছে “ছাত্রলীগ” নামটি আজ তার আমেজ হারিয়ে কার্যকলাপের জন্য ভীষণ ঘৃণিত আর নিন্দিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই এই সংগঠনের কার্যকলাপের সঙ্গে অনেকেই স্বৈরাচারী পাকিস্তানি শাসকগোষ্ঠির মিত্র বাহিণী রাজাকার, আল-বদর, আল-শামস্ ইত্যাদির মিল খুঁজে পাচ্ছেন। যেরূপে সেসকল সংগঠন ছিলো তৎকালীণ স্বৈরাচারদের ক্ষমতায় টিকিয়ে রাখতে বেপরোয়া। তাই সেইসব সংগঠন বাংলার জমিনে ব্যাপকভাবে ঘৃণিত। কিন্তু স্বাধীনতার এতো বছর পর নিজেদের কর্মের দরুন নিজেদের সন্তানের মুখেই শুনতে হলো,
”তুমি কে? আমি কে?
রাজাকার! রাজাকার!
কে বলেছে? কে বলছে?
স্বৈরাচার! স্বৈরাচার!”
তা যারা এবার “ছাত্রলীগ”-কে এতোটাই ঘৃণিত বোধ করছেন, তারা কি বিকল্প চিন্তা করেছেন? আজ “আমি তুমি রাজাকার” স্লোগান দেশপ্রেমিকদের যেভাবে কষ্ট দিয়েছে, যেভাবে এতে পুরা জাতি লজ্জিত, ভবিষ্যতে বর্তমান কার্যকলাপের জন্যে “ছাত্রলীগ” শব্দটাও ভাবছেন এর চাইতে বেশি ঘৃণিত হবে, তাদের প্রস্তুতি কতোটা? হয়তো অদূর ভবিষ্যতে আপনার সন্তানও বলবে,
তুমি কে? আমি কে?
ছাত্রলীগ! ছাত্রলীগ!
কে বলেছে? কে বলেছে?
—-------------------------”
এখন শুধু সময় বলে দেবে কে উপরের শূণ্যস্থান পূরণ করবে। কারণ, আমাদের কর্মকান্ড আর চরিত্রের কারণে এভাবেই যুগের পর যুগ কালো সাদা হচ্ছে, আবার সাদা কালো হচ্ছে। তাবেদারি আমাদের রক্তে মিশে গেছে। তাই যুগের পর যুগ ঐ শূণ্যস্থান ছিলো, আছে, থাকবে। সময়ে শুধু শূণ্যস্থাণের নামটা পরিবর্তন হবে। কিন্তু যেই লাউ, সেই কদু।
আপনার সন্তান ভবিষ্যতে ছাত্রলীগ করবে মানাটা অনেকের কাছে যতোটা কষ্টের, তারা আশা করি বুঝতে পারছেন বর্তমানে “রাজাকার” বলে স্লোগানটা সত্যিকারের দেশপ্রেমিকদের জন্যে কতোটা কষ্টের।
তাই স্বাধীনতার পর এই “রাজাকার” নামটাই বিলীন করে দেওয়ার কথা ছিলো। কিন্তু অদ্ভুত! বিলীনের পরিবর্তে এর অবিরত চর্চা যারা বিলীন করার কথা তারাই চালু রেখেছেন। আর সেই কারণেই আজ তা হচ্ছে সন্তানদের পরিচয়। যেখানে বলার কথা ছিলো-
”তুমি কে? আমি কে?
মানুষ! মানুষ!”
সেখানে নির্দ্বিধায় সন্তানেরা বলে উঠছে,
“তুমি কে? আমি কে?
—---------------------------------”
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১