কিশোর, মুসা আর রবিন আসলে কে?
আমার মতে কিশোর, রবি বা মুসার ছবি পেতে গেলে তা হতে হবে পুরনো বইগুলো থেকে, যেমন (ভলিউম ১-২২ এর গল্পগুলোর প্রকৃত প্রচ্ছদ থেকে। কেননা, ওগুলোই আমার মতে তিন গোয়েন্দার সোনালী যুগ (প্রাক-চিলার যুগ)। কিন্তু এ ছবিগুলোর মধ্যেও, ওদের ছবি প্রায় কোথাও ঠিকভাবে নেই। একমাত্র ব্যতিক্রম ‘হারানো উপত্যকা’ (১৯৮৯, ভলিউম ৪/২)।

কিশোর পাশাপ্রচ্ছদের কিশোর পাশাঃ

পরিচয়, এক কথায়ঃ Scott Baio।
১৯৬০ সালে ব্রুকলিন বরো, নিউইয়র্ক-এ জন্মগ্রহণ করেন। এই পোস্ট প্রথম লেখার সময় তাকে চিনতামনা। এখন কাছ থেকে দেখে মনে হচ্ছে তিনি আদর্শ কিশোর পাশা ছিলেন আসলে। কিশোর কেমন ছিল ভাবলে এরকম চেহারাই মনে...
...বাকিটুকু পড়ুন