-এই রে ধরছে রে, আবার রাজশাহী বিশ্ববিদযালয়ের উদীচি রে ধরছে ।
# কি কইতাছেন কিছুইত বুঝবার পারতাছিনা, খোলাসা কইরা কইবেন একটু?
-আরে ভাই বুঝলেন না! তয় মাথাটা একটু কাছে আনেন বুঝাইয়া কই, দেওয়ালেও নাকি এখন ওদের কান আছে, শুনতে পারলে আমারও উদীচির অবস্হা হইবে যে। আরে উদীচিরে শিবিরে ধরছে (নীচু গলায়)।
# এইয়া আবার নতুন কি? ওদের কামইত ধর আর রগ কাট, আর ইসলামে লেইগা মায়া কান্না কর যেন্ ওরাই মুসলমান আর সবাই কাফের।
........ এর পর থেকে পাঠেকেরা লিখবেন, না লিখতে পারলে চিন্তা করবেন, যদি তাও না করতে পারেন চোখ বুজে শিবিরে ঢুকে যাবেন ।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




