ফেসবুকে ব্লক করা হয় নানা কারণে , কিন্তু ব্লগে ব্লক ঐটা একটু পীড়াদায়ক বটে ।
ব্লগারদের হজমশক্তি অনেক বেশি , তাই যে কাউকে ব্লক করে না সহজে ।
ব্লগে কেউ যখন আপনাকে ব্লক করবে , তখন ধরে নিবেন আপনি সীমা অতিক্রম করে ফেলেছেন ।
ফেসবুকে আমাকে অনেকেই ব্লক করেছে , কিন্তু ব্লগে ব্লক করেছে কিনা জানা নেই ।
ফেসবুকে ব্লক করলে সেটা তাড়াতাড়ি ভুলে যাবেন কারণ আপনি চোখের সামনে ঐ আইডির এক্তিভিটি দেখতে পাবেন না ।
ব্লগে ব্লক করলে আপনি কিছুটা হলেও ভুলতে পারবেন না। আপনি তার পোস্ট দেখতে পাচ্ছেন অথচ কমেন্ট করতে পারছেন না । ব্যাপারটা এমন আপনি তার চোখের সামনে আছেন কিন্তু ছুঁতে পারছেন না ।
কে কাকে ব্লক করবে সেটা তার নিজস্ব বিষয় । কেউ যদি আমাকে ব্লক করেন , তাহলে আমি কারণটা খোঁজার চেষ্টা করি । আমার কোথায় ভুল হয়েছে সেটা বের করে ভুল শোধরানোর চেষ্টা করি ।
ব্লগে একটা শ্রেণী আছে , যাদের পাঠক হিসেবে ধরে নেওয়া যায় । অনলাইন যখন লেখক পাঠককে একত্রিত হবার সুযোগ দিয়েছে তখন লেখকের উচিত পাঠককে মূল্যায়ন করা । পাঠককে মজার ছলে অপমান না করে ফেসবুকে পোস্ট না দেওয়া ।
ব্লগার চাদ্গাজিকে আরেকজন ব্লগার ব্লক করেছেন । সেটা ঠিক কি কারণে তা আমি জানি না । গাজি সাহেব যেহেতু তির্যক মন্তব্য করে থাকেন এটা ধরে নেওয়া যায় কমেন্টের কারণ একটা হতে পারে।
আমি কি কাউকে ব্লক করেছি, মনে করতে পারছি না ।
ভালো থাকুক সব ব্লগার ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৪