দৈত সত্তা আমাদের জাতি সত্তার মরমে মিশে গেছে , দৈ খাবো না খৈ খাবো এই চলে আমাদের মনে সব সময় । এই জামাত শিবির আর সামরিক ছাউনি তে বেড়ে ওঠা বি এন পি কে আমরাই দুই দুই বার ক্ষমতায় বসিয়ে আমাদের অত্যাচার করার সুযোগ করে দিয়েছি , শেষ সিটি নির্বাচনেও তাদের আরেক বার সুযোগ করে দিলাম আমাদের পোরানোর , তাই তো তারা মনের সুখে আমাদের পোরাচ্ছে । যে জাতি তার বন্ধু কে সপরিবারে হত্যাকারীকে পস্রয় দেয় তাদের পরিনতি এমনি হয় , যেমন কর্ম তেমন ফল ।
ক ঘাড়ে যেমন দুই মাথা নিয়ে বাচা যায়না , তেমনি এক সন্তানের দুই মা হলে তার যন্ত্রনার শেষ নাই । বাঙ্গালী জাতির কপাল মন্দ । তার দুই মা । এখন এই দুই মায়ের মধ্যে কে তার আপন মা এটা বুঝতে গিয়া তার হালুয়া টাইট অবস্থা । গত ২৩ বছর ধরে এটা বুঝতে গিয়া একবার এই মায়ের কোলে যায় তো আরেকবার ঐ মায়ের কোলে , অনেকটা বান্দরের মত । বান্দরের বান্দারামী তে অতিষ্ট হয়ে তার দুই মা ই ত্যাক্ত বিরক্ত হয়ে রাইতে দিনে ঝগড়া জাটিতে থাকে ব্যাস্ত , সন্তানের দিকে তাকানোর টাইম তাদের নাই ।
তবে বাঙ্গালী যদি তার আসল মায়ের কোল টাই বাইছা নিত , তাইলে আর যাতনা তারে ভোগ করতে হইতো না । কে তার আসল মা ? আরে যেই মায়ের রক্তের সম্পর্ক থেকে এই দেশটার জন্ম তারে চিনতে না পারলেতো সৎ মায়ের নির্যাতন ভোগ করতে হইবোই । তবে বাঙ্গালীরে দোষ দিয়ে আর লাভ কি ? কথায় আছে না – সুন্দর মুখের জয় সর্বত্র , তাতে সুন্দরী অত্যাচার করলেও সে ভালো , কারন বাঙ্গালীর গায়ের রং যে কালো !!