আমার সুইট পিচ্ছি ভাতিজা যখন আরো পিচ্ছি ছিল
আমার ভাতিজার নাম সামি । ছয় বছর বয়স ! পৃথিবীর শ্রেষ্ঠ দুষ্ট ও কিউট বাচ্চাদের মধ্যে সে একজন । একবার আমার বোন ফোন করছে ইংল্যান্ড থেকে ।ফোন রাখার সময় বলল সামি কে আদর দিও ! ফোন শেষে আমি আমার ভাতিজাকে কে ডেকে এনে বললাম - সামি তোমার ফুপু তোমাকে আদর দিয়েছেন ! সে বলল - আচ্ছা চাচ্চু আদর দিয়ে কি দোকান থেকে ক্যান্ডি কিনা যায়?তার প্রশ্ন শুনে হেসে হেসে বললাম না বাবা দোকানদার তোমাকে আদর দিয়ে ক্যান্ডি দিবে না । ক্যান্ডি কিনতে হলে টাকা লাগে । সে বলল - তাহলে চাচ্চু নেক্সট তাইম যখন ফুপ্পি ফোন করবে তখন তাকে বলবে,আমাকে আদর না দিয়ে টাকা দিতে । আমি সে টাকা দিয়ে দোকান থেকে ক্যান্ডি কিনে খাবো ।
আমার বন্ধু জাকির,সে আমাকে মামা বলে ডাকে । সে না শুধু আমরা অনেকেই বন্ধুদের একে অপরকে মামা বলে ডেকে থাকি । জাকির একদিন আমার বাসায় আসছে। আমাদের কথোপকথনে আমরা একে অপরকে বেশ কয়েকবার মামা বলে ডেকেছি ।আমাদের এই কথোপকথন আমার মা ঘরের ভিতর থেকে শুনছেন - সে চলে যাওয়ার পর মা আমায় ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন - জাকির তোর কিভাবে মামা হয় - আমি তো জানতাম সে তর বন্ধু ! তুইও দেখলাম তাকে মামা বলে ডাকলি । তখন মাকে বুঝিয়ে বললাম যে আমরা বন্ধুরা অনেকে একে অপরকে মামা বলে ডেকে থাকি ।
আমি তখন ক্লাস ফাইভে পড়ি । আমাদের বৃত্তি পরীক্ষা দিতে হলে আরেক স্কুলে গিয়ে দিতে হত । কারণ আমাদের স্কুল বৃত্তি পরীক্ষার সেন্টার ছিল না । আমাদের স্যারদের একজন যারা পরীক্ষা দিবে তাদের নিয়ে যেতেন ঐ স্কুলে । যথারীতি আমাদের স্যার আমাদের নিয়ে গেলেন পরীক্ষা দিতে । পরীক্ষা আরম্ভ হওয়ার পর ডিউটি টিচার আমাকে ক্লাস থেকে বের করে দিলেন । আমি কেঁদে কেঁদে আমার স্যারের কাছে গিয়ে বললাম যে আমাকে বের করে দিয়েছে । স্যার বললেন কেন ? তুমি কি করেছ? আমি বললাম - উনি বলেছেন আমি নাকি পরিক্ষার্থী না । স্যার বললেন তুমি তোমার প্রবেশ পত্র দেখাও নি? আমি বললাম না স্যার। স্যার বললেন তোমার প্রবেশ পত্র কোথায়?আমার পকেটে স্যার! তারপর স্যার আমাকে নিয়া ঐ ডিউটি টিচারের সাথে কথা বলে ক্লাস রুমে ঢুকিয়ে দিয়া আসলেন ।মজার ব্যাপার যেটা হল - আমি ক্লাস ফাইভে থাকতে এতটা পিচ্চি ছিলাম যে ঐ ডিউটি টিচার মনে করছিলেন আমি হয়ত কোন পরীক্ষার্থীর সাথে আসছি,পরিক্ষার্থী নয় ! এই ঘটনা মনে হলে এখন ও হাসি পায় !
যখন ব্লগিং শুরু করি তখন একটা ব্লগে নিয়মিত ব্লগিং করতাম । একজন ব্লগার ছিলেন সব সময় কৌতুক,মজার ছবি,কার্টুন অর্থাৎ রম্য টাইপ লিখে পোষ্ট দিতেন । উনার ব্লগের ম্যাক্সিমাম কমেন্ট ছিল ছিল হাহাপগে ইমুতে ভরপুর । একবার উনি উনার দাদীর মৃত্যু নিয়ে একটা পোষ্ট দিলেন । ঐ পোস্টে একজন ব্লগার কমেন্ট করলেন এই রকম
ভাই আপনার পোস্ট পড়ে হাসত হাসতে পেট ব্যাথা হয়ে গেলো ! তারপর হাহাপগে ইমু =)) দিলেন কয়েকটা !
রিয়েল লাইফ জোকস ( ১ম পর্ব )
রিয়েল লাইফ জোকস ( ২য় পর্ব )
রিয়েল লাইফ জোকস(৩য় পর্ব)
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




