
যতগুলো প্রেম দিবো,
সবগুলো টুকরো টুকরো করে
পকেটে যত্নে রেখে দিয়ো।
যদি পকেট ভরে উপচে পড়ে,
তবে বুকের গহীনে আগলে রেখো।
ভয় পেয়ো না,
তোমার হৃদয় উপচে পড়ে যাবে না
আমার গচ্ছিত প্রেম ।
সেখানে শুধু জমতেই থাকবে প্রেম!
আমিও চাই জমতেই থাকুক অনাবিল প্রেম।
জমিয়ে রাখা প্রেম দিয়ে বিদ্রোহ করবো।
বাস করবো সেই জমানো অথৈ প্রেমের মাঝে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



