১)কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি।

২)শীত কুশার চাদরে প্রকৃতিকে ঢেকে দেয় যাতে গরম না লাগে।

৩)কুয়াশায় আচ্ছন্ন গ্রাম্য রাস্তা।

৪)শীতে আমাদের জুম্মন পালোয়ান।

৫)শিশির শিক্ত ঘাস ফুল।

৬)শীতেই দেখা মিলে হলুদ রং-এ ভরা সড়িষা ক্ষেত।

৭)শীত কালেই বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা জমে ওঠে।

৮)শীতে ফুলের উপর শিশির বিন্দু বরফপ্রায়।

৯সড়িষা ফুল।

১০)সড়িষা ফুলের আলাদা একটা মাদকতা আছে যা ক্ষেতের সামনে গেলেই টের পাওয়া যায়।

১১)শিশিরে নবদিপ্ত।

১২)কুাশায় নির্লিপ্তিততা চারিদিক।


সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


