
অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম,
বসে বসে দিন গুনছিলাম
বুক পকেটে সময় কে রেখেছিলাম,
সার্টের লং স্লিভ এর ভাঁজে , চিন্তার ধুলো জমছিল পুরু হয়ে।
আমি আমার বিবেকের বারান্দায় বসে ভাবছিলাম,
বারান্দার দরজা বন্ধ ছিল,
দিন রাত চৌকাঠে বসে বসে
ভাবছিলাম।
পকেটের আধুলি সময় চুল পেকে বুড়ো হয়ে গিয়েছিল ।
তবুও আমার অপেক্ষা শেষ হয়নি।
কেউ আসেনি,
কিন্তু সময় এসেছিল,
আমার পাশে বসে আমাকে সঙ্গ দিয়েছিল।
আমার সাথে সে কথা বলেনি,
সে কথা বলতে ভুলে গিয়েছিল
অবশেষে একদিন নীরবতা ভেঙ্গেছিল,
বারান্দার দরজা একটু একটু খুলেছিল,
ভেতর থেকে সৌভাগ্যের সুবাতাস বইছিল,
আমি টানেলের শেষ বিন্দু দেখতে পাছিলাম,
একদিন আমার অপেক্ষা শেষ হল
বুক পকেট ফাঁকা করে সময় চলে গেল
আমি বুঝলাম আমার চিরন্তন বন্ধু...
...বাকিটুকু পড়ুন