সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলতে গেলাম মেয়র তাপস বললেন- ‘যে বেশি কথা বলে ধোলাইখালে নিয়ে চুবাব’!! সুত্র ঃ প্রথম আলো
প্রখ্যাত কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল একজন মানবাধিকারকর্মী এবং রাজনীতিবিদ। ১৯৯০ সাল পর্যন্ত তিনি হংকংয়ে ভিয়েতনামী ভাসমান লোকজনের উপর জাতিসংঘের আইনি পরামর্শক হিসেবে কাজ করেন। এরপর ২০১৬ সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সুলতানা কামাল কাজ করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ হাসপাতালে। আহত বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সেবা করবার জন্য স্থাপিত হাসপাতালটি গড়ে তুলবার সময় থেকে শুরু করে যুদ্ধ শেষ হবার সময় পর্যন্ত সুলতানা কামাল (লুলু), তার ছোটবোন সাঈদা কামাল (টুলু), বেশ কয়েকজন নারী-যুবকসহ লন্ডন প্রবাসী দুজন ডাক্তার (ডা. মবিন এবং ডা. জাফরুল্লাহ) অক্লান্ত পরিশ্রম করে গেছেন। দেশ স্বাধীন হবার পর তারা নিজ বাড়িতে ফিরে আসেন। তথ্যসুত্র ঃ উইকিপিডিয়া
সুলতানা কামালের মত একজন ব্যক্তি যদি পরিবেশ নিয়ে ঢাকার মেয়রের সাথে কথা বলতে গিয়ে এহেন হুমকির সম্মুখীন হন , তাহলে ভাবুন যে আপনার আমার মত সাধারন কেউ কোন অভিযোগ দায়ের করতে গেলে কি অবস্থা হতে পারে !!! তাহলে কার কাছে যাবেন আপনি ? বিএনপি যেমন তাদের সব অভিযোগ মার্কিন যুক্তরাস্ট্র বরাবর করছে , এটর্নি জেনারেল যেমন হুমকির মুখে আশ্রয় চাইতে মার্কিন দুতাবাসে দৌড়ে গিয়েছিলেন , তাই আর কয়দিন পর হয়ত দেখা যাবে দেশের সাধারন মানুষও অভিযোগ জানানোর জন্য মার্কিন দুতাবাসের সামনে লাইন ধরে দাড়িয়েছে !!!
ছবিসুত্র ঃ গুগল
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:২৪