আমরা প্রাই দেখি সংরক্ষিত মহিলা আসনে পুরূষ বসে আছে. যদিও ওপেন সিট (যে সিট গুলি সবার জন্য) খালি আছে।
আবার সংরক্ষিত মহিলা আসন খালি থাকা সত্বেও কিছু মহিলা পিছনে গিয়ে অচেনা পুরুষদের সাথে বসছে, এখানে পুরুষ যদি আপনজন হয় তাহলে কোন সমস্যা নাই ।
এমন একটি বিষয় নিয়ে আমার বাসে সমস্যা হয়ে ছিল যেমন, ৩ জন পুরূষ যাত্রী সংরক্ষিত মহিলা সিটে বসে আছে এর মধ্যে ২ জন মহিল দড়িয়ে আছে, তো আমি বল্লাম ভাই মহিলাদের বসতে দিন এগুলি মহিলা সিট, পুরূষ যাত্রীরা আমার কথা কনেই দিলনা তারপর আবার বল্লাম, এইবার বল্ল যে পুরূষ সিটে যে মহিলা বসে আছে ওদের উঠতে বলেন আমরা উঠব, তারপর আমি বল্লাম যে ওগুলি ওপেন সিট (যে সিট গুলি সবার জন্য) সবাই বসতে পাবে । এ অবস্থায় আমি একা কিছুতেই ওদের বুঝাইতে পারছিলাম না অনে কথা কাটাকাটি এবং ওরা আমাকে পরলে মারতে আসে, এ অবস্থায় পিছনে বসা ঢাকা বিশ্বঃ কিছু ছাত্র আমার সাথে যোগদেয় তারপর তাদের উঠিয়ে মহিলাদের বসাই ।
তাই প্রিয় পাঠক পঠিকা আসুন আমরা একটু সচেতন হই এবং আমরা পুরূষরা যেন একটি ওপেন সিট (যে সিট গুলি সবার জন্য) খালি সিট থাকা সত্বেও মহিল সিটে না বসি আর বসলেও যেন মহিলা আসামাত্র সিটটি দিয়ে দেই । আর মহিলারা যেন মহিলা সিট খালি থাকা সত্বেও ওপেন সিট (যে সিট গুলি সবার জন্য) না বসি (অচেনা পুরূষের সাথে)।
তাহলে দেখবেন কেউ আর বিব্রতকর অবস্থায় পরব না।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




