বনলতা এসেছিল শান্ত সকালে
সে সাথে করে এনেছিল শান্তি
আমি শুনছিলাম তার ঝরঝরে কথাগুলো
মোহাবিষ্ট হয়ে, অন্য আরো অনেকের সাথে
তারা অবাক হয়েছিল বনলতার আগমনে
আমি বলেছি, বনলতা এমন আসে
তার সাথে থাকে আমার জন্য শান্তি
একথা মনে মনে বলেছি কারণ
মানুষেরা অনেক কথায় অনেক কিছু মনে করে
শান্তিকে তারা অশান্তিতে পাল্টে ফেলে।
আমি চাইনি বনলতা উঠে যাক
তথাপি কাজের প্রয়োজনে আসে ছন্দ পতন
বনলতা চলে যায়, আর আমি মোহাবিষ্ঠ থাকি
রাতে বনলতা স্বপ্নে আসে মা-দাদীকে সাথে নিয়ে
আবার শান্তিকে সাথে নিয়ে আমি জেগে উঠি।
মনে মনে বলি আমাতে তোমার ঠাঁই নেই বনলতা কারণ
আমি নিমজ্জিত অন্য এক সমূদ্রে
সুতরাং তুমি আসবে এবং যাবে
কিন্তু আমার সাথে অকারণ ডুবে যাবে না
তোমার তরী ভেসে চলুক অন্য দীগন্তে শান্তির মোহনায়
দোয়া চেয়েছো তো? তোমার জন্য আমার অনেক দোয়া।
রবীন্দ্রের কথায় সুর মিলিয়ে বলি, ‘ভালোবাস প্রেমে হও বলি
চেয়ো না তাহারে’ কারণ সে আবদ্ধ অন্য দীগন্তে।
তাকে তোমায় ভুলতে দাও বনলতা।
# আলাদা রকম
কেউ আসলে চঞ্চল মন শান্ত হয়
কাঁচের মত স্বচ্চ হয়
যার ভিতর দিয়ে দেখা যায় অনেক দূর
মনে হয় গন্তব্য চলে গেছে দূরান্তে
এটাকে কিবলে জানি না তো!
জানার জন্য ভাবনারা ছুটে চলে অবিরাম।