জুল ভার্ন বিদায়েতে নক্ষত্র পতন
ঘটলো ব্লগের রাজ্যে। হতবাক সব
সুবোধ ব্লগার বৃন্দ; করে অনুভব
তারা তাঁর সুবচন হারানোর শোক।
রতন কথনে ভরা ছিল যাঁর মন
তাঁর অনুপস্থিতির বেদনা নিরব
যন্ত্রণা বিস্তারে খুব।যতটা সম্ভব
বিলাতেন এ ব্লগার গুণের আলোক।
অভিমান ছেড়ে প্রিয় আসবেন ফিরে
আবার সবার মাঝে। সকলের মতি
সুবাতাস বইবেই ব্লগ নদী তীরে
ব্লগেতে সে আগমনে বেড়ে যাবে গতি।
কারো জন্য কেন হবে বঞ্চিত সবাই?
সেজন্যই আপনাকে ফিরে পেতে চাই।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩৭