শেখ মুজিবুর রহমান হয়ে হঠাৎ এক দিন
বাংলার বাগানে একটা সুন্দর গোলাপ ফুটে
মিষ্টি ঘ্রাণ ছুঁযে দিয়ে প্রতিটি বাঙ্গালী হৃদয়
উত্তেজনায় উম্মাদনায় ভাসিয়ে সারা দেশ
জনতার মাঝে বিস্তারিত করে ছিলো অনন্য
দেশপ্রেম। মাতৃভূমির প্রতি সুগভীর মায়া।
শিকল ছেঁড়ার সুতীব্র আহবান। নারকীয় শত্রুর
বিরুদ্ধে মুষ্ঠিবদ্ধ হাত। অমলিন মনে সকলের
অনিবার যাত্রা। রক্ত ঢেলে ঢেলে তারা
শত্রুকে দুমড়ে মুছঢ়ে তলে ঠেলে ফেলে পদদলীত
করে ছিনিয়ে আনলো চির কাংখিত স্বাধীনতা যাতে
জড়ানো ছিলো মুজিব নামের সেই
হঠাৎ ফুটে উঠা গোলাপের মিষ্টি ঘ্রাণের মাদকতা।
সেই ফুল কেউ বাগান থেকে ছিঁড়ে ফেলে দেয়?
নিতান্ত নিরবোধ তারা যারা রচনা করেছে
শোকাহত ১৫ই আগষ্ট। ১৯৭৫ পিছিয়ে দিল
অগ্রগতির দিকে ধাবমান একটি জাতিকে
যারা সবে মাত্র গুঁছিয়ে নিয়ে ছিলো তাদের
ভাঙ্গা সংসার।তাদেরকে আবার এলামেলো করে দিলো
অবোধের দল। সেই থেকে আঁধারে হাতড়ে ফিরে জাতি
অবিরাম যাত্রায় খুঁজে ফিরে নতুন দিনের কোন সূর্যকে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০১