তুমি পাশে থাকলে নিজেকে রাজা
মনে হয় সাত রাজ্যের। রানীর
আচারে প্রাসঙ্গিক হয়ে উঠে ইচ্ছে
ডানার মন ঘুড়ি আকাশ নীলে।
সব সামলে চল ক্লান্তিহীন দেখি
বহু দূর থেকে আত্ম অনুভবে
হৃদয়ের তারে তারে, সেতারে
বেজে উঠে কৃতজ্ঞতা অবিরত।
তোমার সাথে জান্নাতেই আছি
বলে মনে হয় এতকাল। সেই
জান্নাতটা চিরস্থায়ী হয়ে যাক
সেই চাওয়া থেকে ইবাদত করি।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২২