
একাত্তরে ভারত তাদের পেটের রোগের চিকিৎসা করতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেবার বাংলাদেশ স্বাধীন হয়েছে।ভারত আবার এখানে যুদ্ধ করতে আসলে বাংলাদেশের স্বাধীনতা টিকবে কিনা বলা মুশকিল। এখানে তারা আবার জয়ী হলে এখানে তাদের পুতুল সরকারও প্রতিষ্ঠিত করতে পারে। সাদ্দাম আমেরিকার বিরুদ্ধে যে হুংকার দিয়েছে এর পরিনাম ইরাকে পুতুল সরকার। দেশ সমূহ তাদের সুরক্ষায় কি করে তা’ একান্তই তাদের নিজস্ব বিষয়।
সূরাঃ ৮ আনফাল, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-বাহিনী প্রস্তত রাখবে। এর দ্বারা তোমরা সন্ত্রস্ত রাখবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এছাড়া অন্যদেরকে যাদের সম্পর্কে তোমরা জাননা, আল্লাহ জানেন।আল্লাহর পথে তোমরা যা ব্যয় করবে এর পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না।
* আমাদের শত্রুকে সন্ত্রস্ত রাখার শক্তি সঞ্চয়ে আমরা সক্ষম হইনি। একাত্তরেই পাকিস্তান আমাদেরকে ভারতের হাতে ছেড়ে গেছে। এখন তারা আমাদেরকে ভারতের হাত থেকে রক্ষায় এগিয়ে আসবে কি? আমাদের এখানে অফুরন্ত অভাব। যা আমাদেরকে শত্রুর মোকাবেলায় টেকসই হতে দিচ্ছে না। সেজন্য ভারতের মত শক্তিশালী রাষ্ট্রকে আমাদের শত্রু না বানানোই উত্তম। যারা ভারত বিরোধী জজবা দেখাচ্ছেিআমি তাদেরকে বুদ্ধিমাণ মনে করি না। ভারতের ক্ষেত্রে আমার নীতি প্রভুত্ব নয় বন্ধুত্ব। খ্রিস্টান রাষ্ট্র ইথিওপিয়ার সাথে রাসূল (সা.) বন্ধুত্ব রক্ষা করে চলতেন। অমুসলিমদের মধ্যে মুসলিমদের তাদের সাথে শত্রুতা হবে যারা মুসলিমদের সাথে শত্রুতা করে। সেজন্য খুব সমস্যা না হলে তাদের সাথে আমাদের ঝামেলায় জড়ানোর দরকার নাই।
সুসলিমদেশ বিধায় আল্লাহর শত্রু বাংলাদেশের শত্রু হতে পারে।আত্মরক্ষায় আমাদেরকে নিজের শত্রু, আল্লাহর শত্রু ও জীবাণূ শত্রুর বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের দেশে ভারতের অনেক সমর্থক রয়েছে। সেজন্য ভারতের ক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত হওয়া দরকার। খুব একটা শক্তিশালী রাষ্ট্র নয় বিধায় আমাদেরকে যুদ্ধে না জড়িয়ে এড়িয়ে চলতে হবে।কেউ আমাদেরকে অসম্মান না করলেই সেটা আমাদের জন্য যথেষ্ট মনে করতে হবে।আমাদের পররাষ্ট্র নীতিতে কোন ভুল থাকা চলবে না। আবেগ সব সময় মঙ্গল বয়ে আনে না। সেজন্য ভালো থাকার জন্য বিবেকটাই বেশী প্রয়োজন। আগামী নির্বাচনে আমাদের ভোটারগণ অনেক কিছুই বিবেচনায় রাখবে। একজন ব্লগার হাদীকে মস্তবড় বেয়াদব বলেছেন। সে বেঁচে না থাকায় আমি তার এ সংক্রান্ত আলোচনা এগিয়ে নিতে আগ্রহী নই।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



