আমার বন্ধু আলীম তালুকদার আর আমি প্রতিদিন বিকালে একসাথে হাঁটি। আজ আমি প্ল্যান করলাম, তার চাইতে কিছু পথ/সময় বেশি হাঁটবো। আমি বাসা থেকে ১০ মিনিট আগে বের হয়ে তালুকদার সাহেবকে বললাম, আমি হাঁটছি, আপনি যথাসময়ে নামুন। তিনি বললেন, ঠিক আছে, আপনি হাঁটতে থাকুন।
আমি প্রতিদিনের মতো একটা নির্দিষ্ট মোড় পর্যন্ত গিয়ে উলটো ঘুরে হাঁটতে থাকলাম। উলটো ঘুরে হাঁটতে হাঁটতেই তালুকদার সাহেবের সাথে আমার দেখা হলো। যেখানে আমরা দুজন একত্রে মিলিত হলাম, সেখানে আমার ডিজিটাল হেলথ কাউন্টারে রিডিং উঠেছিল ১.৫ কিলোমিটার।
এরপর আমরা একসাথে হাঁটতে থাকলাম। হাঁটা শেষ করার সময় আমার হেলথ কাউন্টারে রিডিং উঠেছিল ৬৫ মিনিটে ৬.৫ কিলোমিটার।
আমাদের দুজনের হাঁটার গতি সমান।
প্রশ্ন :
১। আলীম তালুকদার সাহেব কত কিলোমিটার হাঁটার পর আমার সাথে দেখা হলো?
২। আলীম তালুকদার সাহেব মোট কত কিলোমিটার হাঁটলেন?
অংকটির সমাধান বের করার জন্য আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর ও পিসিতে এক্সেল শিট ব্যবহার করতে পারেন। সমাধানের জন্য বরাদ্দকৃত সময় ৫ দিন।
আগের অংক ও ধাঁধার পোস্ট
১। একটি জটিল পাটীগণিতীয় সমস্যা
২। পাটীগণিতের ক্লাস - ক্লাস ফোর অ্যান্ড ফাইভ
৩। ক্লাস থ্রি-ফোরের অংকের ধাঁধা বা পাজল
৪। ছবির ধাঁধা - শুধু মেধাবীদের জন্য
৫। কেবল ধাঁধাপাগলাদের জন্য
৬। গতকালকের ধাঁধার জবাব - কেবল ধাঁধাপাগলাদের জন্য
৭। ব্লগ পরিসংখ্যান সংক্রান্ত রহস্যের ধাঁধা - বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার
৮। বুদ্ধিমানদের জন্য ধাঁধা
৯। একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা
১০। স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা
১১। বাচ্চাদের পাজ্ল; বড়রা কতোটুকু পারদর্শী?
১২। এবার একটা ক্রিকেটিয় কুইজ
১৩। জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ
১৪। অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক
১৫। একটি পাটিগণিতীয় ধাঁধা
১৬। তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা
১৭। একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে
১৮। গোলক ধাঁধা
১৯। স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল
২০। একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
২১। আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
২২। ধাঁধাপাগলাদের জন্য পোস্ট
২৩। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য
২৪। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)
২৫। ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৯