বর্তমানে হয়তো, আমিই একমাত্র পেছনের পাতার ব্লগার; তবে, ইহার শুরু ছিলো আরো ১১ বছর আগের থেকেই। ব্লগার সেলিম আনোয়ার কি এখন পেছনের পাতার ব্লগার? আমি ব্লগে উনার নাম খুঁজে পাইনি; ফলে, বলতে পারবো না, উনার বর্তমান ষ্টেটাস কি? উনি ব্লগটিমের সাথে বেশ মাখামাখি করে চলতেন; হঠাৎ কি ঘটলো বলা মুশকিল; কেন তিনি ব্লগটিমের জাতীয় শত্রুতে পরিণত হলেন!
সেলিম আনোয়ারের শতশত কবি ও সাহিত্যিক ব্লগ-বন্ধু ছিলেন, তাঁরা ১ দিনের জন্যও উনার হয়ে ১টি পোষ্ট দিয়ে উনার খোঁজ খবর নেননি; আমি ১টি পোষ্ট দিয়েছিলাম উনার পক্ষে, আরো দেবো।
খুবই সামান্য পরিমাণ নতুন-ব্লগার পেছনের পাতা থেকে সামনের পাতায় আসার সুযোগ পাননি; অকারণে, পেছনের পাতায় পড়ে থেকে থেকে এক সময় ব্লগািং'এর ইতি টেনেছেন। আমি কিছু ব্লগারকে সামনের পাতায় আসতে সাহায্য করেছিলাম।
আমার ব্লগিং'এর ৩ ভাগের ১ ভাগ সময় কেটেছে পেছনের পাতায়। আমি কোনদিন হতাশ হইনি।
পেছনের পাতা, ব্যান, সেমিব্যান, জেনারেল, কমেন্টব্যান, কোন কিছুই আমার ব্লগিং থামাতে পারেনি; কারণ, আমি ব্লগিং ভালোবাসি। আমাকে পছন্দ করেন না, এই রকম অনেক অনেক ব্লগার আমাকে লজ্জাহীন বলে অপদস্ত করার চেষ্টা করে বিফল মনোরথ হয়েছেন; কারণ, তাদের সবার ১টি কমন সমস্যা আছে, উনারা লিখতে জানেন না; উনারা সামনের পাতায় আছেন, সেটাই একমাত্র বড় ঘটনা।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৪৮