৬০ দশকের বাংগালীরা আজকের বাংগালীদের চেয়ে রাজনীতি বেশী বুঝতেন, তাঁরা মিলিটারী শাসনের বিপক্ষে ছিলেন; আইয়ুবের পতনের জন্য 'আগরতলা ষড়যন্ত্র্র'এর দরকার ছিলো!
'৭১'এর পরাজিত-পক্ষের উ্ত্তরসুরীরা রাজাকার বীরদের, গোলাম আজমের বীরত্বের কাহিনী, পান্জাবীদের বীরত্বের কাহিনী, বাংগালী হত্যার কাহিনী নিয়ে ব্লগে মোটেই লিখেন না; উনারা শেখ, তাজউদ্দিনকে নিয়ে লিখে থাকেন; তাঁদের নিজস্ব বীর ছিলো না মুক্তিযুদ্ধে?
ব্লগে, '৭১'এর পরাজিত-পক্ষের উত্তরসুরীদের কাছে আপনি কি শেখ সাহেব, তাজউদ্দিন বা স্বাধীনতার গল্প শুনতে চান; নাকি রাজাকার, আলবদর, মেজর ডালিম ও গোলাম আজমের অপরাধের কাহিনী শুনতে চান?
আগরতলা ষড়যন্ত্র হয়েছিলো কিনা? অবশ্যই হয়েছিলো; আগরতলা ষড়যন্ত্র মামলায় আইয়ুবের সামরিক সরকারের পতন ঘটায়; সেই ষড়যন্ত্র করেছিলেন শেখ সাহেব ও তাজউদ্দিনরা মিলে! কেন করেছিলেন? কারণ, তখনকার বড় অংশ বাংগালীরা স্বাধীনতা চাচ্ছিলেন। জাতির সবচেয়ে বড় দলের নেতৃত্ব যারা ছিলেন, তারা চেষ্টা করছিলেন, কিভাবে স্বাধীনতা অর্জন করা যায়।
ঠিক সেই সময়ে জামাত-শিবির, মুসলিম লীগ কি করছিলো? তারা ১ পাকিস্তান রক্ষার জন্য বাংগালীদের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকামীদের ধ্ংস করার জন্য আইয়ুব খানের সাথে হাত মিলায়ে কাজ করছিলো।
আগরতলা ষড়যন্ত্র মামলায় আইয়ুবের সামরিক সরকারের পতন ঘটায়, ইহা বাংগালীদের সংগ্রামের অংশ। ইহা কাহাদের জন্য খারাপ ছিলো? ইহা খারাপ ছিলো আই্যুবের পোষ্যপুত্রদের ( স্বাধীনতার পরাজিতদের ) জন্য, পশ্চিম পাকিস্তানের ২২ পরিবারের জন্য ও পাকিস্তানের সামরিক সরকারের ডাকাতদের জন্য।
জ্বীন, ভুতে বিশ্বাসী ব্লগার, বিতাড়িত শয়তানের ব্লগারেরা যখন শেখকে নিয়ে ব্লগে গার্বেজ ছাড়ে, উাহ পড়ে কাহারা উহ: আহ: শুরু করে? আমরা শেখকে দেখেছি, উহার কথা শুনেছি; উনাকে বাংলার মানুষ বিশ্বাস করতেন। বাংলার মানুষের উপর যারা হত্যাকান্ড চালায়েছে, তাদের উত্তরসুরীরা জ্বীন, পরী, শয়তান নিয়ে গার্বেজই লিখার কথা; তারা কিভাবে শেখের উপর লিখবে? সেই গার্বেজ কাহারা পড়ে?
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬