
আমার হৃদয় ছিল এক গোরস্তান
তোমার অবহেলার বারুদ সেদিন
এ প্রাঙ্গন ছিন্ন ভিন্ন করে চলে গেছে।
আমি ধ্বংসস্তুপের মাঝে শুয়ে
তোমার মঙ্গল কামনা করে গেছি!
নিয়তির বাইরে যেতে
আমি পারিনি, আর পারবও না
কারণ আমিতো আর নিজের কেউ নই।
তোমার অস্তিত্বের সাথে মিশে
কারাগারে রূপান্তরিত হয়েছিলাম একদিন
যেখানে তুমি প্রবেশ করতে চাও নি।
কিন্তু যেদিন তুমি মৃত্যু কামনা করবে
তখন তোমার হৃদয়ের দরজাগুলো
খুলে যাবে- দেখে নিও সেদিন।
আমাকে তুমি দেখতে পাবে হে অন্ধ
অন্ধ হলেও প্রলয় থাকেনি বন্ধ!
সেদিন তুমি সাগরের জলে আগুন জ্বেলে
পুড়িয়ে গেছো আমার হৃদয়ের কোমল জল
আমিও নিরবে পুড়ে গেছি সেই নিভন্ত আগুনে।
আজ আমি জেগে উঠেছি আরেক সগর হয়ে
তোমাকে ডুবিয়ে তবেই আমার মুক্তি।
এ সাগর প্রেমের রসে পূর্ণ
এখানে তোমার দর্প হবেই চূর্ণ
হে প্রেম তুমি দ্বিধা হও!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



