দিনের পর দিন ঠেলাঠেলি করে মাশরাফিকে তো সরালাম, এবার সাকিবকে পুরোপুরি সরাতে পারলেই কেল্লাফতে!
এক সাকিবের একলা মাথায় যতটুকু ক্রিকেট জ্ঞান আছে, বিসিবির লাখ লাখ টাকায় পোষা ক্যাসিনো হাতিগুলার সর্বমোট ওজন তারচেয়ে অনেক কম!
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে শ্রীলঙ্কা সফরে না খেলে আইপিএল খেলার জন্য ছুটি চেয়েছিলো।
সাকিবের ছুটির পেছনে যে যুক্তি দেখিয়েছিলো, সেটাও মন্দ নয়; আমার কাছে সেটা যৌক্তিকই মনে হলো। তবুও, ছুটি দেওয়া বা না দেওয়া সেটা বিসিবির বিবেচনার বিষয়; অন্য কারো নয়!
ছুটি না পেয়েও যদি সাকিব আইপিএলে খেলতে যেতো, তখন বিসিবি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারতো। কিন্তু সেটা না করে, “সাকিব দেশের জন্য খেলতে চায় না” প্রচার করাটা চরম লেভেলের চুতিয়ামি হয়েছে/করেছে ক্যাসিনো বোর্ডের পাপুন্দা!
বিসিবির পরিণতি বাফুফে'র মতো হওয়ার আগে এই ক্যাসিনো বোর্ডের পাপুন্দা-আকরাম, দুর্জয় চুতিয়াদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরানো উচিত/খুব বেশী দরকার!
সাকিবের জন্য শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট খেলার চেয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএল খেলা অনেক যৌক্তিক।
কিন্ত বিসিবির মোটা মোটা হাতিগুলো সাকিবের দেয়া চিঠি না পড়েই তাকে গর্দব অনলাইনের মিডিয়ার মানুষদের কাছে ভিলেন বানিয়ে দিতে চেয়েছিলো!
যাইহোক, এবার পাপুন্দা নিজের ঠেলা সামলাক। আর আমরাও দেখার অপেক্ষা আছি, এই খেলা কতদূর পর্যন্ত গড়াই...
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৭