মধ্যপ্রচ্যের সিংহ বলে খ্যাত ইরান এর তেহরানের আকাশ এখন ইসরায়েলের হতে, চালছে আক্রমণ আর পাল্টা আক্রমণ, শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের ছোড়া মিসাইলে এখন পর্যন্ত ইসারায়েলে সর্বমোট ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, ওদিকে ইসরায়েলের বিমান আক্রমনে ইরানে নিহতে হয়েছে ২২৪ জন যার বেশিভাগই সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
ইসরাইলী বিমান আক্রমণে মূলত ইরানের গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা ধ্বংস করা হচ্ছে, আগামী ৭ দিনের মধ্যেই হয়তো ইরানের যাবতীয় ক্ষেপাণাস্ত্রগার ধ্বংস হয়ে যাবে, সেক্ষেত্রে ইরাণ ঠিক কোন উপায়ে ইসরায়েলে হামলা চালায় তা দেখার বিষয়।
গতকাল আইডিএফ ইরানের সাধারণ নাগরিকদের সামরিক স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে অনুরোধ জানিয়েছে। ইসরায়েলের উদ্দ্যেশ্য খুবই পরিষ্কার, তারা মূলত যতটা সম্ভব কম বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির মাধ্যমে খামোনি সরকারের পতন ঘটানো ঘটাতে চাচ্ছে। ইরান যদি আলোচনার টেবিলা বসতে আগ্রহী না হয়, সেক্ষেত্রে হয়তো আগমি কয়েক সাপ্তাহের মধ্যেই আয়াতুল্লাহ খোমনির সরকারের পতন ঘটবে।
যুদ্ধ নয় আলোচনার টেবিলেই সবকিছুর ফয়সালা হোক আমরা সেটাই চাই।
ইরান বিষয়ক আমার পূর্বের কিছু পোস্ট:
ব্রেকিং: মোসাদ দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
এবার পাকিস্তানের উপরেও ইরানের হামলা, দুই শিশু নিহত
ইরানের উপর পাকিস্তানের পাল্টা হামলা নিহত ৯
অবশেষে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু!
ইরান জুড়ে ইসরায়েলর ব্যাপক বিমান হামলা, নিহত সেনা প্রধান
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৫ রাত ৮:২৮