২য় পর্ব
আজকে দুটো খেলা নিয়ে লিখবো। খেলা দুটোর মাঝে বেশ মিল আছে, দুটোই টেনিস বল দিয়ে খেলতে হয়, দুটোর মাঝেই মারামারির কিছুটা আমেজ আছে।
সাতচাড়া
যা যা লাগবেঃ
*সাতটি চাড়া (খেলার নামই এটা, লাগবে তো বটেই)
*একটা টেনিস বল
*৮/১০ জন অংশগ্রহণকারী
*খোলা মাঠ বা যানবাহন খুব একটা চলেনা এমন অলিগলি
খেলার নিয়মঃ
দুটি দলে ভাগ হয়ে খেলতে হয়। খেলার আগে 'শাম বাটা' হয়। তারপর সাতটি চাড়া একটির উপর আরেকটি সাজিয়ে এক দলের খেলোয়াড় গণ একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ঐ চাড়াগুলো লক্ষ্য করে বল ছুঁড়ে। বলের আঘাতে চাড়া না পরা পর্যন্ত একের পর এক খেলোয়াড় মারতেই থাকবে। চাড়া পড়ার সাথে সাথে যে দল চাড়া ফেললো তারা যে যেদিকে পারে দৌড় দেয়। কারণ প্রতিপক্ষ তখন বল নিয়ে যাকে কাছে পাবে তার গা সই করে মারবে। বল গায়ে লাগলেই খেল খতম (আপাততঃ)। যারা বল লাগালো তারা ১ পয়েন্টে এগিয়ে যাবে। আবার চাড়া ফেলা দল এই বল মারামারির মাঝে চেষ্টা করে চাড়া গুলো আগের মত একটির উপর আরেকটি করে সাজাতে। পুরো সাতটি সাজাতে পারলে তারা পয়েন্ট পাবে (যদি এরমধ্যে বল গায়ে না লাগে)।
খেলাটায় ভাল করার জন্য রিফ্লেক্সের একটি বিশাল ভূমিকা আছে। মনে করুন আপনার দিকে প্রতিপক্ষ যত জোরে সম্ভব বল ছুঁড়লো, আর আপনি কোনভাবে যদি 'ডজ' দিতে পারেন তাহলে তো বল পগার পাড়। আপনার অন্যান্য পার্টনারগণ ততক্ষণে আরামসে চাড়া বসিয়ে ফেলবে। তেমনি ভাবে হাতের টিপ ভাল হওয়াও গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের কারো প্রতি যদি পুরনো আক্রোশ থাকে তাহলে প্রতিশোধের এই সুযোগ, গায়ের জোরে বল ছুঁড়ুন তার দিকে। খেলার অংশ বলে সে কিছু বলতেও পারবেনা।
বোমফাইট
যা যা লাগবেঃ
*একটা টেনিস বল
*৮/১০ জন অংশগ্রহণকারী
*খোলা মাঠ বা যানবাহন খুব একটা চলেনা এমন অলিগলি
খেলার নিয়মঃ
সাতচাড়ার মত এই খেলাও দুটি দলে ভাগ হয়ে খেলতে হয়। খেলার আগে 'শাম বাটা' হয়। তারপর কাজ শুধু একটাই প্রতিপক্ষের গায়ে বল লাগাও। মার,মার,মার..........কাট,কাট,কাট।
যাবার আগে একটা 'হ্রদয় ছুঁয়ে যাওয়া' পোস্টের লিংক দিলাম। কষ্ট করে যদি পড়েন খুব খুশী হবো।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



