পড়ে আসুন: ঘোড়া : আকৃতিপর্ব্ব | ঘোড়া : প্রকৃতিপর্ব্ব
ঘোড়া : খাদ্যপর্ব্ব | ঘোড়া : আয়ুপর্ব্ব
একদিন স্বপ্নে দেখেছিলাম, আমি একটি ঘোড়ায় চড়ে চাঁদের আলোয় ঝরণা পার হচ্ছি। এমন সময় দেখলাম একটি মেয়ে তার হলুদ-সবুজ গাল আর তার সাদা বাদামী বুকের ওপর চাঁদের ভারি মাখন মাখন আলো মাখা, বেগুনী রঙের স্তনের বোঁটা আলগা পড়েছিল।
আমি তখনই চিৎকার করে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়লাম। চাঁদজলে অল্প উঠে মুখ ফিরিয়ে দেখলাম মেয়েটি তখনই কেমন যেন দেখতে দেখতে ভোর হয়ে গেল। সারা প্রান্ত জুড়ে সকাল। ভোরের শিশির ভেজা আলো। আমি তার মধ্যে আর আমার পাশে বিশ্বস্ত আত্মা। মানে ছায়া।
মানে আমার ছায়া। মানে আমার ... আমি কার পিঠে এখানে আসলাম, এই বিছানায়, এই বালিশে, এই তোষকে চাদরে, মশারি গর্ভে!
...?
ভোর হলে আমি চশমা পরি। ঘড়ি পরি। সান্ডেলে পা গলাই। ড্রয়ার থেকে টুথব্রাশ বের করি। তারপর বারন্দায় এসে দাঁড়াই।
(চলবে)
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




