শরীর-ই যদি তুমি চাও,
তাহলে এই নাও হাঁড়, কোমলাস্থি আর মাংসের দলা।
এই ধরো কণ্ঠাবিচ্যুত খায়েশ,
মহাধমনীর খোলা কপাটক, যে লাফ
ভাবনা ঘটায় স্নায়বিক গর্তের ধারে।
এই তো বৃক্করস যার জন্য তুমি তড়পাও ,
সেই অনিবার্য উড়াল, সেই উন্মাদ খোঁচা
উষ্ণতা আর রক্তের ভেতর।
আর এখানে আমি তোমার সাহসের সর্বশেষ
শুরু যা করলে তা শেষের পরীক্ষা। কারণ এখানে, বুলেট,
এখানেই আমি শেষ করি তোমার শব্দ
হিসহিস বাতাস হয়ে, এখানেই আমি কাতরাই
ধাতব ঠান্ডা অন্ননালী, আমার জিভের বারুদে এসে থামে
আমার ভেতরে যে রাইফেল, প্রতিটা মোচড়
আরো গভীরে কর্তিত, কারণ এখানে, বুলেট,
এখানে পৃথিবী শেষ হয়, এখানেই প্রতিবার
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৬