বিখ্যাত গােন চরন দিয়েই শুরু""মায়ের এক ধার দুধের দাম,কাটিয়া গায়ের চাম,পা পুছ বানাইলেও শুধ হবে না মাগো।।""যখন ছোট ছিলাম মা ঘোম পাডানি গান শুনাতেন,"ঘুম পাডানি মাসি পিসি মোদের বাডি এসো.................সোনামনির চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেয়ো" আরো কত কিছু.....।।আমাদের কবি নজরুল ইসলাম লিখেছেন,মাগো তোমার শোলক বালা কাজলা দিদি কই? সে মুহুর্তে মায়ের সেই ভাংগা হৃদয়ের কথা কেইবা জানত......।
বাবা মোদের গর্ভ দাতা,
মা যে ধারনী,
দশ মাস দশদিন পেটে ধরে
দেখালেন এই ধরনী।।
সেই মায়ের জন্য আমরা এই আনন্দের ইদে কে কি উপহার দিয়েছেন (মামনি যাদের বেচে আছেন) তারই একটি পরিসংখ্যান হয়ে যাক।।
১.মায়ের জন্যঃ-
তাছাড়া
২.বউ এর জন্য(যদি জিনিসটা থাকে)ঃ
৩.প্রেমীকার জন্য (যদি কার ভাগ্যে জুটে থাকে)
৪.বিবিধ (স্মামী/বউ ছাডা কিন্তু .................)
rofiqul-এর ব্লগ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



