খোলা ছাদের বাসে ইন্ডিয়ান দলের মিছিল দেখলাম। রাস্তায় উপচে পড়া মানুষের ভিড়। মুম্বাইতো মুম্বাই, মনে হচ্ছিল গোটা মহারাষ্ট্র রাজ্যের লোকজন রাস্তায় নেমে এসেছিল। তিরিশ মিনিটের পথ তিন ঘন্টায়ও যাওয়া যাচ্ছিল না। রাস্তা, স্টেডিয়াম, টেলিভিশনের সামনে, সব জায়গায় মানুষের ভিড়।
এখন শুধু কল্পনা করুন আমরা যদি চ্যাম্পিয়ন হতাম এবং এমন মিছিল করতে হতো!
আমাদের ঢাকা শহরে এমনিতেও ২ মিনিটের পথ যেতে দুই ঘন্টা লাগে। তারউপর যদি আমরা ট্রফি জয় করে এইরকম মিছিলে বের হতাম, তাহলে গোটা বাংলাদেশ অচল হয়ে যেত। কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য থমকে যেত। দেশের জিডিপি পিছিয়ে যেতে কয়েকগুন। বিদেশী কোম্পানিগুলি আমাদের উপর আস্থা হারিয়ে অর্ডার ক্যানসেল করতো। আমাদের কলকারখানা অফিস সব বন্ধ হয়ে যেত। ঘরে ঘরে বাড়তো বেকারের সংখ্যা। দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যেত। দেউলিয়া ঘোষণা করে আমরা হয়ে যেতাম তৃতীয় বিশ্বের দেশ।
তাই দেশের ভবিষ্যৎ চিন্তা করেই আমাদের মহান ক্রিকেটাররা ম্যাচ জিতেন না।
অথচ অদূরদর্শী বেকুব পাবলিক সেই ক্রিকেটারদেরই গালাগালি করে! একেই বলে যার জন্য করি চুরি, সেই বলে চোর!
হে অকৃতজ্ঞ জাতি, হাতুরু বিদায় নিলে বুঝবা সে আমাদের কি ছিল!
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




