রমজান মাস রোজা একটি ফারসি শব্দ আররি শব্দ হচ্ছে সিয়াম রোজা অর্থ হচ্ছে বিরত থাকা বা সংযত থাকা। উপবাস শুধু নয় অন্যায় থেকে বিরত থাকার নাম রোজা বা সিয়াম ।
রমজানে উপবাস থাকা সেহেরি থেকে ইফতার প্রযন্ত উপবাস থাকাকে রোজা বলে। রমজান মাস একটি পবিত্র মাস যা ইসলাম ধর্মে নানা ফজিলত এবং আরবি মাসের ভিতরে উত্তম মাস।
মুখের উপবাস রোজা মানে না খেয়ে থেকে সারাদিন উপবাস করা কে আমরা রোজা বলি। আর মুখ দিয়ে মিথ্যা কথা বলি আর মুখ দিয়ে খারাপ কথা বলি রোজা ফাউল মানে রোজা ভঙ্গ হয়ে গেছে। উপবাস থাকা মানে মুখের সংযত রাখা সকল অন্যায় থেকে নিজেকে বিরত থাকা।
হাতের রোজারোজা মানে উপবাস থাকা শুধু নয় পেটে উপবাস দিয়ে রোজা নয় হাতের উপবাস থাকা কারণ আপনার হাত দিয়ে কোনো হারাম,অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম রোজা তাই হাতের রোজা একটি রোজার অংশ।
চোখের রোজা চোখের রোজা চোখের রোজা আছে পালন চোখ দিয়ে সকল অন্যায় থেকে চোখকে বিরত রাখার নাম চোখের রোজা। রোজা মানে শুধু উপবাস থাকা নয় চোখের রোজা আছে।
নিজের সকল অঙ্গের রোজা এক কথায় সকল অঙ্গের রোজা বা উপবাস থাকা নামই রোজা । রোজার সঠিক ভাবে পালন করার নাম রোজা বলা হয়ে থাকে আমরা সকলে সঠিক ভাবে রোজা পালন করবো ইনশাল্লাহ ।
জুলুমকারীর রোজ কবুল হবে কী?
আমার প্রশ্ন কেউ যদি সমাজে প্রতিবেশী অথবা পরিবারে জুলুম করে জুলুম চলমান রাখে
রমজান মাস এলে রোজা রাখে ইবাদাত তার রোজা এবং ইবাদাত কবুল হবে ?