তার অনুরাগ থেকে পিছলে রয়েছি একধাপ
ভালোবাসা দিবস কী! কাল উঁকি দিয়ে গেছে?
এইভাবে প্রতিবার আসে যায় বহুবার
আমি কেবল একাই একা অবশেষে।
বসন্ত আসে আবার ঘুরে ফিরে চলে যায়
আমার মন চৈত্রের চৌচির খরার ঘুণে,
দুঃখে পোড়া আশেপাশে করুণ বার্তা জানায়
বসন্ত লেগেছে ঘৃণ্য বসন্ত এসেছে শুনে।
বসন্ত এলো দুয়ারে মানব বসন্ত কবে?
পরীক্ষা রেজাল্ট দিলে এক বসন্ত দেখেছি
উম্মাদ উচ্ছ্বাস মুখে অনাবিল ঢেউ ছাপ
আমি বসন্ত দেখেছি শিক্ষার্থীর মনে প্রাণে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯