রাতের অন্ধকারে উৎপীড়ক শাসকের উর্দিসন্ত্রাস প্রতিবাদের ভাষা মুছে দিয়ে
জাদুকরের মতো কালো কাপড়ে চোখ বেঁধে প্রতিবাদীকে অদৃশ্য ক’রে দেয়!
হে নির্বোধ উর্দিসন্ত্রাস, তোমাদের প্রভুকে ব’লে দিও
প্রতিবাদের ভাষা কখনো মুছে ফেলা যায় না, কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না।
অত্যাচারীর সাম্রাজ্যে নদীর স্রোতও প্রবাহিত হয়-
কল্লোলিত প্রতিবাদী স্লোগান দিতে দিতে,
ফুল ফোটে প্রতিবাদের ভাষা নিয়ে
নিপীড়িতরা প্রজাপতি হ’য়ে ডানায় আগুন নিয়ে উড়ে বেড়ায়-
উৎপীড়কের সাম্রাজ্য পুড়িয়ে ছারখার করবে ব’লে।
বারিধারা, ঢাকা।
১৭.০২.২০২৩
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



