আসলে তুমি তখন তোমার মতো করে একটি গন্তব্যের সন্ধ্যান করছিলে। আমি ভেবেছলাম দুইজনের একই গন্তব্য! গন্তব্যের খোঁজে আমরা মূলত আমাদের নিজস্ব গন্তব্য ছেঁড়েই বেরিয়ে যাচ্ছি-একটি নির্ধারিত গন্তব্যের খোঁজে, গন্তব্যহীন। কোন এক গহীন রাতে জীবনান্দের সাথে আবার দেখা হয়ে যায় যদি তাকে কানে কানে বলব, সব পাখী এখন আর ঘরে ফেরেনা, এখন সময় খারাপ, পাখী এবং নীড় উভয়ের দুঃসময় চলছে।
কিন্তু ছেড়ে যাওয়া ঘর যে ডাকে, বুকের গভীরে, বাড়ির সিথানে, পথ ভোলা নদীর কিনারে
আহমদ ছফার দুইটা লাইন মন পড়ে গেল:
"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি, নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, বেজেছে আমার বুকে বেদনার মত, ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



