পথ ভুলে বসে আছি
নাকি
ভুল পথে বসে আছি
জানা নেই উত্তর।
হেমন্তের সন্ধ্যাকে ভালবাসি;
অলস শীতনিদ্রা, পূর্বরাগের স্নিগ্ধতা
ছায়াপথের অসীম নক্ষত্রপুঞ্জ, ভরদুপুরের নিস্তব্ধতা।
শেষ রোদ্দুরের কোমল উত্তাপ ভালবাসি।
বিরল রাত্রিকে কাছে চাই;
অলীক প্রান্তর, গোধুলির কৈশোর
হরিণের ভয়, ভোরের পাখি
মাঘের কুয়াশা, কার্তিকের জোৎস্না।
শ্রাবনের ঝুম বৃষ্টি কাছে চাই।
আর যেন পাই
জানালার এপাশে দ্বিধাহীন সংশয়ে;
এলোকেশ উর্বশী দূরের আবছায়া তোমাকে।

ছবিঃ pinterest
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



