
নীল নাকি ভালো নেই, কেন ভালো নেই
তাও নাকি জানা নেই তার।
নীল আসলে অবচেতনভাবে ভালো নেই
নাকি সত্যি সত্যি জেনে-শুনে-বুঝে
মেনে নিয়ে ভালো নেই।
কখন যে কি হয়ে যায়
তার মনের সাথে
বুঝতে পারে না,
আবারও এমন হয়
বুঝতে চায় না নিজের থেকে
কি হয়েছে তার
কোনো প্রশ্নের উত্তর জানা নেই তার
নিজেকে ফাঁকি দেয়ার জন্য
তাই পালিয়ে বেড়ায় সে প্রশ্ন থেকে
অন্ধকারে লুকিয়ে রাখে সবসময় নিজেকে
কিন্তু অন্ধকার আছে বলেই না আলো এতো সুন্দর
সেই কথা নীলের জানা হয়তো নেই
তাই ভালো নেই নীল
এমনিভাবে কেটে যায়
নীলের সারাটা দিন।
নীল-৫
নীল-৪
নীল-৩
নীল-২
নীল-১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



