আমরা সকলেই জানি এ সরকার নিতিগত ভাবে বেশ কিছু সিদ্ধান্ত নি্যে ফেলেছে যার মধ্যে দুটো হলো সকল ধরনের গ্যাসের দাম বৃদ্ধি ( ডাবল বার্নার বাড়বে ১২২% !!!) ও সরকারী চাকুরীজিবিদের পে স্কেল প্রদান ।এ সকল বৃদ্ধি সরকার ও প্রজাতন্ত্রের জন্য সুখকর হলেওে এর ফলে বেকাদায় পরে যাবে দেশের খেটে খাওয়া লাখ মানুষ ।মূল্যস্ফিতির প্রভাব পরবে শ্রমীক শ্রেনী থেকে শুরু করে স্বল্প বেতনের সকল বেসরকারী চাকুরিজীবিদের উপর ।নিজেদের মৈলিক অধিকারগুলো পূরন করা প্রা্য় অসম্ভব হয়ে পরবে অনেকর জন্য । সমাজে অবধারিতভাবে তৈরি হবে নানান ধরনের অস্হিরতা ।
বর্তমানে আমাদের দেশের সরকারী চাকুরিজীবিরা যে সুজোগ সুবিধা পেয়ে থাকেন তা নিশ্চিতভাবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল যদিও তারা তাদের চাকুরি জীবনের শেষে সরকার থেকে বেশ বড় আকারের আর্থিক সুবিধা পেয়ে থাকেন ।
আমাদের এই দূর্বল ভারসাম্যের সমাজ ব্যবস্হা্য় যতুটুকু ভারসাম্য বিরাজ করছিল গ্যাস এর অস্বভাবিক মূল্যবৃদ্ধিতে তা সন্দেহাতিতভাবে আঘাতপ্রাপ্ত হবে ।
সুতরাং নিতিনির্ধারকরা যেন যে কোন জিনিসের মূল্য বৃদ্ধি বা অন্য কোন সিদ্ধান্ত নেবার আগে তার প্রভাব কোথায় পরতে পারে সেটা চুলোচেরা বিশ্লেষন করে দেখেন এবং সকলের জন্য মঙ্গলজনক একটা ভারসাম্য পূর্ণ ব্যাবস্হা গ্রহন করেন ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



