এই বছরটা সোনাগাজীর ব্যানে ব্যানেই গেলো!
চলতি মাসের ৭ তারিখে ব্লগার সোনাগাজীকে ফ্রন্টপেজ ব্যান এবং কমেন্ট ব্যান করা হয়েছে। যা আমার জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। সামু ওপেন করার পর সোনাগাজীর কোনো লেখা প্রথম পাতায় না পেলে আমার মেজাজ প্রচন্ড খারাপ হয়। এরকম অবস্থা দেশ বিদেশের বহু পাঠকের। তারা সোনাগাজীর লেখা খোজে। বহু লোক এবং পুরোনো ব্লগাররা শুধু মাত্র তার লেখা ও মন্তব্য গুলো পড়তেই সামুতে আসেন। মাঝে মাঝে পুরোনো ব্লগারদের সাথে দেখা হলে- তারা প্রথমে জানতে চান- চাঁদগাজী কেমন আছেন? এখনও বহু পুরাতন ব্লগাররা জানেন না 'চাঁদগাজী' নিকটা ব্যান করে দিয়েছে মডারেটর। যখন আমি বলি, চাঁদগাজী নিকটা ব্যান করা হয়েছে, তখন তারা মর্মাহত হোন। ভীষন অবাক হোন।
সামু ব্লগের 'প্রান' সোনাগাজী।
তার পোষ্ট গুলোতে দেশের সমস্যা ও সমাধানের কথা বলা হয়। তার মতো সত্য কথা এই ব্লগে আর কেউ বলে না। তিনি উচিত কথা স্পষ্ট করে বলেন বলেই- কেউ কেউ তাকে পছন্দ করেন না। তাই বলে তিনি উচিত কথা বলা বন্ধ করে দিতে পারেন না। তার লেখা গুলো আমাদের সম্পদ। বিনা দ্বিধায় বলা যায় যে, উনি যে রাজনৈতিক দিক নির্দেশনা দেন তা পালন করা হলে দেশের মঙ্গল হবে। উনি যদি প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সচিব হতেন তাহলে প্রধানমন্ত্রীকে সুন্দর বুদ্ধি পরামর্শ দিতে পারতেন। জাতির তাতে উপকার হতো। আমি চাঁদগাজী/সোনাগাজীর অনেক মূল্যবান পোষ্ট গুলো জমিয়ে রেখেছি। যথাসময়ে কাজে লাগাবো। আজ পর্যন্ত দেখিনি সোনাগাজী কাউকে 'আপুনি' বলেছেন। রেসিপি নিয়ে ফাজলামো করেছেন। ছ্যাবলামি টাইপ পোষ্ট করেছেন, মন্তব্য করেছেন।
উনি খুবই মূলবান একটা কথা বলেছেন,
'শিক্ষাই সম্পদ'। দরিদ্রদের জন্য আসলেই শিক্ষাই সম্পদ। উনি বারবার বলেছেন, দেশের উন্নতির জন্য ১৯৭২ সাল থেকেই দেশে শিক্ষা 'ফ্রি' করে দেওয়ার দরকার ছিলো। যা শেখ মুজিব করেন নাই, এবং তার কন্যাও করেন নাই। সোনাগাজি আরো বলেছেন, চাকরি সৃষ্টি করা। দেশে বেকারদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, এজন্য উনি বলেছেন- চাকরি সৃষ্টি করতে হবে। যা প্রধানমন্ত্রী কোনোদিন বলেন নাই। সোনাগাজীর এরকম স্বতন্ত্র, মৌলিক এবং গুরুত্বপূর্ণ কথা আমি কোনো ব্লগারের মুখে আজ পর্যন্ত শুনি নাই। তারা ব্যস্ত 'আপুনি' 'আপুনি' নিয়ে। সত্য কথা, কাজের কথা, দরকারী কথা, দেশের কথা কেউ বলে না। তারা ব্যস্ত রেসিপি নিয়ে, গান নিয়ে। ঘরের ফার্নিচার আর লতা পাতা নিয়ে।
আপনারা জানেন চাঁদগাজী/সোনাগাজী-
একজন বীর মুক্তিযোদ্ধা। একজন শিক্ষক। একজন আন্তর্জাতিক বিশ্লেষক। একজন গবেষক। একজন কৃষক। একজন পিএইচডি ডিগ্রীধারী। তার মতো ব্যাক্তিত্বসম্পন্ন ও বুদ্ধিমান ব্লগার সামুতে বিরল। তার পরিচিতদের মাঝে তিনি দারুন জনপ্রিয়। তার চিন্তা ভাবনা আধুনিক। বহুলোক তার কাছে আসে বুদ্ধি পরামর্শের জন্য। সর্বোপরি উনি একজন মানবিক মানুষ। ব্লগার নুরু সাহেবের মৃত্যুর খবর পেয়ে উনি অনেক কষ্ট পেয়েছেন। এক আকাশ কষ্টে ভরে উঠেছে তার বুক। এক ব্লগার অসুস্থ হয়েছেন উনি জানতে পেরে বিচলিত হয়ে পড়েছিলেন। এমনকি তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করতে পিছপা হননি। উনি আমেরিকা থাকলেও তার মনপ্রান পড়ে আছে দেশে। দেশের কোনো সমস্যায় উনি বিচলিত হয়ে পড়েন। অস্থির হয়ে পড়েন।
চাঁদগাজী/সোনাগাজী আসলে সামুর সম্পদ।
এমন একজন মহান ব্লগারকে 'ব্যান' করে রাখাটা আমি মেনে নিতে পারি না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। কতিপয় ব্লগার তাকে সব সময় হেয় করে কথা বলে। কিন্তু মডারেটর সাহেবকে তার জন্য কোনো ব্যবস্থা নিতে দেখিনি কখনও। অত্যন্ত কটু ভাষায় এই সম্মানিত মানুষটাকে দিনের পর দিন কতিপয় ব্লগার দল বেধে কটাক্ষ্য করে যাচ্ছে। ক্ষত-বিক্ষত করেছে। তাদের ব্যান করা হয় না। সামু মূলত তার সাথে অন্যায় করছে। সামুতে তার পোষ্ট সংখ্যা, মন্তব্যের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু তার দুটা নিক ব্যান করাতে তার পোষ্ট ও মন্তব্যের সংখ্যা অনেক কমে গেছে। সে গুলো যোগ করলে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। যারা সামুতে সোনাগাজীকে অসম্মান করছে তারা আসলে বাস্তব জীবনে উনার ব্যাক্তিত্বের ধারে কাছেও আসতে পারবে না।
সোনাগাজীকে নিয়ে এই পোষ্ট আমি কেন লিখছি?
সোনাগাজী সব সময় আমাকে নিষেধ করেছেন তাকে নিয়ে কোনো পোষ্ট না দিতে। তাকে নিয়ে কিছু লেখা উনি খুবই অপছন্দ করেন। হয়তো আমার এ পোষ্ট মডারেটর সাহেবের ভালো লাগবে না। ভালো লাগবে না কুকুর বিশেষজ্ঞ ও জটিল কুটিলদের। এই পোষ্টের আমাকে ফ্রন্টপেজ ব্যানও করা হতে পারে। অথবা পোষ্টটি সরিয়ে দেওয়া হতে পারে। অতীতে এই কাজ অনেকবার করেছে ব্লগটিম। আমি জানি, এরকম পোষ্টে ব্লগটিম উৎসাহ প্রদান করে না। তারপরও আমাকে লিখতে হলো। আমি সব সময় সত্যের পথে চলি। ভালো পথে চলি। আমার মন ও হৃদয় মন্দ কিছু গ্রহন করে না। এরকম পোষ্ট আমি একজন বদমাশ ব্লগারের জন্য কোনোদিন লিখব না। নো নেভার। আমি লেখা শেষ করছি। মডারেটরের কাছে আমার অনুরোধ- সোনাগাজীকে শান্তিতে ব্লগিং করতে দেন। উনি একজন ভালো মনের মানুষ। ধরে ধরে বদমাশ ও ক্রিমিনালদের ব্যান করুন। তাতেই সামুর মঙ্গল। চাঁদগাজী/সোনাগাজী ভালো থাকুক, সুস্থ থাকুক।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৪