অনেকদিন পর আজকে রেকর্ডিং করতে বসলাম ।।
সামনে ৬টা ক্যাসেট , ইভস-২ এর তন্বী তরুণী ,শাফিন এর পাগলা ঘণ্টি
১৬ গুটি, জুয়েল এর কুয়াশা প্রহর,পুনরায় রেকর্ডিং এর জন্য ঝড় ও
মাকসুদ ও ঢাকার নিষিদ্ধ ... থমকে গেলাম একটু প্রথমে প্লে করলাম নিষিদ্ধ
সুনেছি এই অ্যালবাম এর জন্য কম হেনস্তা হননি মাকসুদ ভাই
প্রথমেই সুরু হলো অজস্র বার রাতের বেলায় শোনা সেই গান টি
উন্মাদনায় কাটে প্রেম,এর ভিতরে পুরো অ্যালবাম এর খুঁটি নাটি পড়লাম
এর পরেই আসলো হৃদয়ে গেঁথে রেখেছি , তার পর বাংলাদেশ ৯৫,
নিষিদ্ধ কি শুধুই একটা অ্যালবাম আর কিছু গান??
না আসলেই তা নয়, নিজের দেশ হতে পারে এই গরিবের দেশ তবু যে
আমার বাংলাদেশ, এই লাইন টা শুনলেই প্রতিটি বাঙ্গালীর বুক চীরে
বেরিয়ে আসতে চাইবে সেই ৭১ এর হুঙ্কার,গর্বে ভরে যাবে বাঙ্গালীর মন
আজ কাল তো রাস্তার জ্যাম এর মত শিল্পি ছড়িয়ে পড়েছে ভাইরাস হয়ে
কেও কি এখন গাইছে এমন করে,ঠিক জেভাবে বেজে উঠলো
মাকসুদ এর ঠোট,শরীর বাঁচিয়ে সবাই এখন শুধু প্রেম এর গানেই বাঁধা
গীতি মিছিল,গীতি ভাষণ, এই দুটি গান কে গান না বলে বলতে পারি
সুবিধা বাদি রাজনিতিবিদ দের উদ্দেশে ছোরা কিছু বুলেট বলা জায়
যাতে তারা সত্যি ক্ষত বিক্ষত হয়ে যাবে
যেখানে আড়াল করা হয়নি দুই নেত্রীকেও,জনগন নামক একটা ঘোড়াকে
জারা দুই দিকথেকেই চাবুক চালিয়ে যাচ্ছে,আর মুখ বুজে আমরা হজম করছি,হাজার জনতার মাঝে যদি গান দুটি প্লে করে দিতে পারতাম
আমি সিওর যে প্রতিটি মানুষ একবার হলেও বলতো সাবাস মাকসুদ...
আর ভিতরের জীর্ণতা কে ছুড়ে ফেলে গেয়ে উঠতো ...
(আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবি তুলতে চাই )
হাজার শ্রদ্ধা ভরা মন নিয়ে বলছি মাকসুদ ভাই তুমি যা পেরেছো
বাংলার আর কোনো শিল্পি তা পারেনি,নিষিদ্ধ অ্যালবাম টা
প্রতিটি দুর্নীতি বাজ নেতা কর্মীদের জন্য একটা রাইফেল হয়ে থাকবে
আর অ্যালবাম এর গান গুলো হয়ে থাকবে এক একটি গুলি ...
অ্যালবাম টি সবাইকে শোনার আহবান যানাচ্ছি (সুরের আকাশ )
বাংলাদেশ ৯৫,রাই জাগো,মৃত্যুদণ্ড এই তিনটি গান দিল্লির ডেড ফিল্ম
স্টুডিও রেকর্ড করা,...
অ্যালবাম - অ-প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ
ব্যান্ড - মাকসুদ ও ঢাকা
কথা সুর ও সঙ্গিত - মাকসুদ,দিদার,খালেদ,গৌতম ঘোষ,ফুয়াদ নাসের বাবু,সেলিম হায়দার,টুলু,রুবাইয়াৎ,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



