এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান আর ইভা রহমান
একদিন ডিনার করতে বসে কথা বলছেন ......
ইভা - এই আমি তোমার কাছে কখনো কিছু চেয়েছি ?
( তখন বেচারা মাহফুজুর রহমান মাত্র মুখে ভাত তুলেছেন
ইভার এই কথা শুনে এক ঝাঁকিতে ভাত তাঁর মাথার চাঁদি স্পর্শ করলো
কোন রকম নিজেকে সামলে নিয়ে সেই পুরনো মিথ্যে কথাটাই বললেন )
মাহফুজুর রহমান - না চাওনি তো (করুন সুরে)
ইভা - তাহলে একটা জিনিষ চাই ??
মাহফুজুর রহমান - চাও (ঢোক গিলতে গিলতে )
ইভা - এবার ভালবাসা দিবসে তুমি আর আমি একটা ডুয়েট অ্যালবাম করবো
বাচ্চু ভাইকে তুমি ম্যানেজ করবে। আর গান গুলো অবশ্যই শিবলি ভাইর লেখা হতে হবে
এটুকু সখ তো আমি করতেই পারি তাই না ( মুখ টা গম্ভির করে )
মাহফুজুর রহমান - কিছু বললেন না মাথা নিচু করে বিড়বিড় করছেন
বাচ্চু ভাই কে তো আগে অনেক কষ্টে হাতে পায়ে ধরে রাজি করিয়েছিলাম
কিন্তু এবার আল্লাহ্ যানে কি হয় আর শিবলি ভাই............
ওনার সামনে গিয়ে এই কথা বলার স্পর্ধা আমার নেই
বেচারা মাহফুজুর রহমান
--------------------------------------------------------------------------
বাংলালিংক এর এ্যাড দেখে বিষয়টা মাথায় আসলো (রবিন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



