পিরিতির রং কালো যদি না থাকে আলো
লাগতে পারে তিক্ত তিতা তার সাথে কড়া ঝাল ও
পিরিতির রং সাদা যদি না থাকে ধাধা
যেমনি কৃষ্ণ রাধা বাধিছে প্রেম গাঁথা।
পিরিতির সাদা কালো দুটোতেই মানায় ভালো
তবেইতো জগৎ আলো আঁধারে ফুল ফোটালো
পিরিতের রং নীল যদি না থাকে চিল
ছো মেরে নিতে পারে মনেরো ভিতর দিল।
পিরিতির রং লাল যদি না পুড়ে গাল
অসম প্রেমের খাল শুকিয়ে মেঘের পাল
পিরিতির হলুদ রং যদি না ধরে জং
সম্পর্কের টানাপোড়ন যদি না সাজে সং।
পিরিতের হরেক রং পিরিতের হরেক ঢং
সবই তার মাল মসলা সৌন্দর্যের অলংকরন
এক কালারে হয়না পিরিত এক মনে নরক বাস
পিরিতে মজলে রাজা কাস্তে হাতে কাটে ঘাস।
/
ছবি : উমামা