সেল্ফি তোলে ছেড়ে গেলি চলে গেলি দূরে
এখন আমার কী যে হল কেবল মাথা ঘুরে।
কোথাও আর মন বসেনা উড়ু উড়ু মন
সদা ভাবি কীযে হল কী হবে এখন।
ডাক্তার বলে সেরে যাবে অষুধ দিলাম লিখে
কেমন করে খেতে হবে তাও নিলাম শিখে
তবুওতো কাজ হলনা ছটফটানি বাড়ে
কে জেনো ছড়ি ঘুরায় বসে আমার ঘাড়ে।
ঘুম আসেনা ঘুম আসেনা সেল্ফি তুললি ক্যান
ওড়না ওড়ে চোখের পাতায় ঘুরে সিলিং ফ্যান
আজেবাজে চিন্তা মনে সুনামি যায় বয়ে
পায়ু পথে লাল যায় কোষ্ঠকাঠিন্য হয়ে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০