যদি পাই দেশী খাই, ভিনদেশী বাদ,
বিকল্প না পেলে থাকি চুপচাপ।
তবু যারা বলে বেড়ায়, দেখা যাক তবে,
বিদেশী প্রযুক্তি বিনে সেকেন্ড পার হবে?
হবেনা জানি তবু গাই দেশের গান,
যা আছে তা দিয়ে জুড়াই এ প্রাণ।
দূর্নীতি ঠকবাজ নীতিহীন জাতি,
সবকিছু মেনে নিয়ে দেশের জন্য মাতি।
আজ না হোক কাল হবে, হোক আরো পরে,
একদিন ঠিক হবে, গলে পচে মরে।
সেই দিন আশা রেখে করি দিন পার,
শত বাঁধায় নাই তবু দেশ প্রেমে ছাড়।