ধন্যবাদ মূল লেখক তীর্থক কে আমার মনের কথাগুলোকে প্রকাশ করার জন্য।
সূত্র:
Click This Link
জামাত বাংলাদেশে'র স্বাধীনতা চায়নি। তাই তারা বাংলাদেশে থাকার যোগ্যতা রাখে না। ৭১এ তারা এবং তাদের স্ব-গোত্রীয় রাজাকার দোষরে'রা ৩০ লক্ষ বাঙ্গালি'কে হত্যা করেছে, লুন্ঠন করেছে লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রম। সুতরাং যতদিন এর প্রতিশোধ সুদে-আসলে মিটিয়ে না নেয়া হচ্ছে ততদিন বাঙ্গালি'র সংগ্রাম চলতেই থাকবে।
এই জামাতি কুত্তাগুলো'কে যারা অনুষরন করে তারা হচ্ছে শিবির। অর্থাৎ পার্ট অফ জামাত & গোইং টু বি ফুল জামাত সুন। ওরাও বাঙ্গালি'র চোখে একই অপরাধে আপরাধি আবং ওদের পরিনামও জামতিদে'র মতই হবে। এটাই স্বাভাবিক
জামাত-শিবিরে'র প্রতি মানবতা দেখালে আমাদের ৩০ লক্ষ শহীদ আর লক্ষ লক্ষ মা-বোন'কে অপমান করা হবে। বাংলাদেশের সাথে বাইমানি করা হবে। গোটা জাতী'কে ধোকা দেয়া হবে। বাঙ্গালি হয়ে এটা করা অসম্ভব।
জামাত-শিবিরে'র রাজনীতি বন্ধ হওয়া উচিৎ এইজন্য যে তারা বাংলাদেশ স্বাধীন হোক এটাই চায়নি।
জামাত-শিবির'কে সমর্থন দেয়ার একটাই অর্থ আর তা হচ্ছে আপনি বাংলাদেশের শত্রু। একদিন বাংলাদেশ চাননি, আজ বাংলাদেশে বাস করছেন আর আগামিতে সুযোগ পেলে ৭১এ পরাজয়ের প্রতিশোধ নেবেন। এখন শুধু শাপের মত ছোলম বদলিয়ে নিরিহ চেহারা দেখাচ্চেন। যদিও জানি ভিতরে ভিতরে ঠিকই ছোবল হানছেন শাপেরই মত ভয়ংকর ভাবে।
আমরাও সতর্ক আছি একেকজন সৈনিক, একেকজন মুক্তিযোদ্ধার সন্তান। এদেশ আমাদের। একেকটা রক্তবিন্দু দিয়ে রক্ষা করব স্বাধীনতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



