দূরত্ব গড়েছি বেশ
তোমাদের স্মৃতি থেকে দূরে থেকে থেকে হয়েছি নিরুদ্দেশ
পাহাড় সমুদ্র নদী ঘুরেছি হেটেছি বিস্তর পথে
বর্ণিল ধরায় এ হৃদয় আঙিনার ধূসর সমতটে;
নৈঃশব্দের মায়াবী ছোবলে অভিপ্রায়গুলি হয়েছে শুধু নীল
স্রোত বয়েছে সময় গিয়েছে সৃজেছে বেদনার ঝিল।
আতশবাজির উৎসবমুখর এই ক্ষণে
তুমি দোলা দাও তুমিহীনা বিষন্ন এই মনে।
দূরত্ব হয়েছে ঢের
ঈদের আনন্দে আলোড়িত এখানটা তোমাদের দিন সংযমের
প্রবাসি সন্তান শোকে কেদে চলেছেন দুখিনি এক মা
এসব ভেবে কাটছে সময়, বেদনার্ত এ হৃদয়টা
মুঠোফোনে জননীর ব্যথাতুর কথা শুনে শুনে
ভরে যায় বেদনায় বুক
আকাশের যত চন্দ্র তারা যেন করছে তারই শোক।
তোমরা যারা মা—বাবা ঘেরা কাটাইছো বেলা সুখে
কিভাবে তোমরা বুঝবে এ ব্যথা, কত জ্বালা এই বুকে?
করি শুধু প্রার্থনা
যেখানেই থাকেন সুখ যেন থাকেন সকল আপনজনা।
দূরত্ব গড়েছি বেশ।
সময়ের ছলনায় জীবনের তাড়নায় হৃদয়ে বেদনা অশেষ।
চল করি সবে এই প্রার্থনা ,
যেখানেই থাকে সুখে যেন থাকে সকলের আপনজনা ।
----------------------
আজ মালয়েশিয়ায় ঈদ। ব্লগের সকল শুভাকাঙ্খিদের ঈদমোবারক ।ভাল থাকবেন সবাই ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৩