একটি কালো ছেলে দারুন ভালো খেলে
তার বয়স মোটে বাইশ তিনি যে ভিনি পেলে ।
খেলার মাঠে বার বার তিনি ফাউলের শিকার
ভালো খেলেন বলেই থামাতে হয় যে তাকে
তার গতি আর দক্ষতার জুড়ি মেলা ভার ।
গোল অথবা এসিস্ট দুটোতেই তিনি সমান দক্ষ
তারে নিয়ে তাই সদা দুশ্চিন্তায় থাকে প্রতিপক্ষ
ফুটবল বিশ্বের তিনি একজন দামী খেলোয়াড়।
দুঃখের বিষয় এই আধুনিক এই পৃথিবীতে
তিনি কেন খেলার মাঠে ঘৃণ্য বর্ণ বাদের শিকার।
ধিক্কার জানাই ঘৃণা জানাই করছি এর প্রতিবাদ
বন্ধ করো হে ঘৃণ্য মাদ্রিদ তোমার বর্ণবাদ ।
ভিনি পেলে দারুণ খেলে দ্বিমত নেই যে কারো
দুঃখের বিষয় মানুষে মানুষে চামড়া ভেদে
কেন এতো ভেদাভেদ রয়ে গেছে আজ ও।
তার ও যে আছে মানুষের মত সমান অধিকার।
কোথায় আছে দাঁড়িয়ে আজ বিশ্ব মানবতা
বন্ধ করো ধ্বংস করো এই আদিম বর্বরতা।
ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই সমান
সবারই যে আছে তাই সমান অধিকার
তবুও কেন ফুটবল বিশ্বে এমন অবিচার?
ঘৃণা জানাই ধিক্কার জানাই করছি প্রতিবাদ
ঘৃণ্য মাদ্রিদ নির্বিচারে বন্ধ করো ঘৃণ্য বর্ণবাদ।
ছন্দময় ফুটবল আজও কেন সৌন্দর্য হারায়
আদিম বর্বর বর্ণবাদ এর কবলে পড়ে
শত ধিক ঘৃণ্য মাদ্রিদ হে শত ধিক তোমারে।
এগিয়ে চলো ভিনি পেলে আমরা আছি
তোমার সাথে আছে মানবতা
বৈষম্য হীন পৃথিবী চাই মোরা এটাই সাফ কথা।